আমাদের কথা খুঁজে নিন

   

মনবুকাগাসু বৃত্তি নিয়ে জাপানে পড়ার সুযোগ

http://naboprottoy.blogspot.com www.facebook.com/naboprottoy প্রতি বছর জাপান সরকারের বৃত্তি কর্মসূচির অধীনে জাপানি বিশ্ববিদ্যালয়গুলোতে সারাবিশ্বের শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হয়। পূর্বে এটি মনবুশো বৃত্তি নামে পরিচিত ছিল। এ কর্মসূচি পরিচালনা করে জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। যেসব দেশের সাথে জাপানের কূটনৈতিক সম্পর্ক আছে মূলত: সেসব দেশের নাগরিকরাই এ বৃত্তি পেয়ে থাকেন। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এ বৃত্তির অধীনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ১৬০টি দেশের প্রায় ৬৫০০০ শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেয়া হয়।

বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। বৃত্তির ধরন জাপান সরকার প্রদত্ত এ বৃত্তি ৭ ধরনের হয়ে থাকে। যেমন- গবেষণা শিক্ষার্থী আপনার বয়স অবশ্যই ৩৫ বছরের নিচে এবং স্নাতক পাস হতে হবে। মাস্টার্স, এমফিল বা পিএইচডি’র জন্য আবেদন এ প্রোগ্রামের মাধ্যমে করতে হবে। পছন্দের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস করলে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

আবেদনকারীকে অবশ্যই জাপানি ভাষায় অধ্যয়নে ইচ্ছুক হতে হবে। তবে এমফিল বা পিএইচডি’র মতো উচ্চতর পর্যায়ের শিক্ষার্থীদের ইংরেজিতে গবেষণার সুযোগ থাকলেও জাপানি ভাষা না জানা থাকলে বৃত্তি পাওয়া যাবে না শিক্ষক প্রশিক্ষণ পর্যায় ৩৫ বছরের কম বয়সী যে কোনো প্রার্থীকে ন্যূনতম স্নাতক হতে হবে। অবশ্যই প্রাথমিক, মাধ্যমিক বা টিচার ট্রেনিং কলেজে শিক্ষক হিসেবে ৫ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকেরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না। স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এ ক্ষেত্রে আপনার বয়স কমপক্ষে ১৭ থেকে সর্ব্বোচ্চ ২২ বছরের মধ্যে হতে হবে।

এছাড়া উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তবে স্নাতক সম্পন্নকারীরাও আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই জাপানি ভাষায় অধ্যয়নে ইচ্ছুক হতে হবে। প্রতিবছর দূতাবাসের সুপারিশে ১২০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়। জাপানি বিশ্ববিদ্যালয়ে যে কোনোটিতে ৪ বছরের স্নাতক প্রোগ্রাম শুরুর পূর্বে Osaka University Center for Japanese Language and Culture -এ ১ বছরের প্রস্তুতিমূলক প্রোগ্রাম করতে হবে।

জাপানিজ স্টাডিজ শিক্ষার্থী আবেদনকারীদের অবশ্যই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া নিজ দেশের কোনো প্রতিষ্ঠানে জাপানি ভাষা ও সংস্কৃতিতে আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থী হিসেবে তালিকাভুক্ত থাকতে হবে। এ বিভাগে জাপানি ভাষা বা সংস্কৃতি ছাড়াও শিক্ষার্থীরা তাদের মূল অধ্যয়নের অংশ হিসেবে আরও কিছু বিষয়ে পড়তে পারবেন। যেমন- জাপানের প্রকৌশল, অর্থনীতি, কৃষি, স্থাপত্য প্রভৃতি। এ ক্যাটাগরিতে স্বল্পমেয়াদী স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রমোশন প্রোগ্রামে ভর্তির জন্য JASSO(Japan Student Services Organization)-তে আবেদন করতে হবে।

আবেদনকারীকে অবশ্যই জাপানি ভাষায় ভালো জ্ঞান থাকতে হবে। প্রকৌশল কলেজের শিক্ষার্থী আপনার বয়স অবশ্যই কমপক্ষে ১৭ থেকে সর্ব্বোচ্চ ২২ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চমাধ্যমিক পাস হতে হবে। স্নাতকরাও আবেদন করতে পারবেন। বিশেষ প্রশিক্ষণ কলেজ শিক্ষার্থী আপনার বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। ইয়াং লিডার’স প্রোগ্রাম আবেদনকারীদের অবশ্যই তরুণ জনপ্রশাসক হতে হবে।

যারা নিজেদেরকে দেশের ভবিষ্যৎ জাতীয় নেতা হিসেবে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যাশী তারাই এ ক্যাটাগরিতে অংশগ্রহন করবেন। যাদের জনপ্রশাসনে ৩ থেকে ৫ বছরের কর্ম অভিজ্ঞতা আছে এমন স্নাতক পাস ব্যক্তিরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে বাছাই করা হবে। বৃত্তির আবেদনে সুপারিশ ব্যবস্থা বৃত্তির আবেদনে ইচ্ছুক প্রার্থীদের ৩টি সুপারিশ ব্যবস্থায় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যেমন- দূতাবাসের সুপারিশ আবেদনকারীদের প্রাথমিকভাবে দূতাবাস কর্তৃক বাছাই করা হয়।

প্রাথমিক বাছাই হিসেবে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা জুন থেকে আগস্টের মধ্যেই করা হয়। তারপর দূতাবাস নির্বাচিত প্রার্থীদের সেপ্টেম্বরের শুরুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জাপানের শিক্ষা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করে। বিশ্ববিদ্যালয়ের সুপারিশ গবেষণা শিক্ষার্থী (Research Students) এবং জাপানিজ স্টাডিজ ক্যাটাগরির শিক্ষার্থী স্টুডেন্ট একচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে জাপানি সরকারি, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোই বাছাই করে থাকে। সরাসরি বিশ্ববিদ্যালয়গুলোই বাছাইকৃত শিক্ষার্থীদের জন্য জাপানি শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করে। বাকি অংশ দেখুন এখানে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.