আমাদের কথা খুঁজে নিন

   

কমলালেবু এবং বিচিত্র বৃক্ষ

আমার খুব বন্ধু ঘাস জন্মাবে একটু পর ঠিক আমার পিঠ বরাবর। পাখিদের সাথে ভীষন কথা কথা হল মাছেদের সাথে ; ভীষন গল্প,কথা,গল্প ডুবে যেতাম থাকলাম; বোকা ছিলাম তখন ? কেউ ডেকেছিলো! কেন ? আলো ভরতি এক কমলা ভেতরে রেখেছিলাম বলে! বলা শুরু হলো "তোমার ভেতরে জন্মাবে গাছ শেকড় গজাবে এরপর তুমিই হয়ে যাবে আস্ত এক কমলালেবু গাছ তোমার ডালে ডালে উড়বে পাখি লাল পাখি,নীল পাখি ছোটপাখিরা ও বাদ যাবে না ! চোখফুড়ে পাতা জন্মাবে পাতায় পাতায় ভরা থাকবে ক্লোরোফিল! বলেই ফেললাম "গাছ হয়ে জন্মালে তো ভালোই তবে আমি নীল গাছ হবো আমার সমস্ত শরীর নীল আর পাতারা ও হবে নীল...."

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।