আমাদের কথা খুঁজে নিন

   

সারাদিন কমলালেবু বিক্রি করি

সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী।
সারাদিন কমলালেবু বিক্রি করি। সন্ধ্যেবেলায় খেতে শুরু করি এক ধরণের হালকা খাবার মেয়েদের সংগে কথাবার্তা শুরু করার আগে আমাকে ঝুলিয়ে রাখতে হয় কয়েকটুকরো দিগন্তরেখা, অসংখ্য ধুপকাঠি পুড়ে যাচ্ছে প্রতিদিন নতুন করে শিখে নিতে হচ্ছে অভিবাদনের কায়দাকানুন। সারাদিন কমলালেবু বিক্রি করি। আর খাঁচাভর্তি বাঁদরের সামনে দাঁড়িয়ে হি হি করে হাসি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।