গাধা একশো বছর বাঁচলেও সিংহ হয় না অনেক দিন ধরে নাঙ্গা হাতে ঘড়ি (ওয়াচ) পরে বসে ছিলাম। কর্তৃপক্ষের নির্দেশ। এ ছাড়া উপায় নেই। তারা শুধু ঘড়ি পরাবেন না, আমাদের দেখবেনও। ঘড়িটি আবার এনালগ।
ঠিক মতো সময় দেয় কিনা বোঝা যায় না। কারণ ডানপাশের ক্যালেন্ডার সে ঘড়ির সময় পড়তে পারে না। এক সপ্তাহ মাত্র ‘ওয়াচ’ পরে থাকার কথা। তারপর জেনারেল। অথচ জেনারেল হতে লাগলো আড়াই সপ্তাহ।
তার পরও খুশি।
জেনারেল হতে না হতেই স্যেলুট পেলাম। আমার প্রিয় ব্লগার কথক পলাশ দিল প্রথম স্যেলুট। উম্মে সালমারটা নিজেই নিয়েছি। ‘দুঃখিত আপনি মন্তব্য করতে পারবেন না’ নোটিশটি বড় বেদনা দায়ক।
মুক্তি পেয়ে ভালো লাগলো। যেখানে সেখানে টুক করে মন্তব্য লিখতে পারবো। প্রথম পাতায় লেখা থাকবে। দারুণ। মেহেদিকে অনেক ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।