আমাদের কথা খুঁজে নিন

   

আহ্বান মহাকাব্য থেকে

সৃষ্টির আদিযুগ থেকে নিরন্তর বয়ে চলা সময় সবি দৃশ্য ছবি মহাকাব্য দিপ্তমান নয়নের আলোয় । স্রষ্টারে চিনিবারে তারি কত কারসাজি সৃষ্টির আরশিতে বৈচিত্রতায় ভাসে আজি দিক হতে দিগন্তে নিশি ও প্রাতে তাই দেখিবারে পাই মোর আঁখিতে রঙ জ্বলা সঙ ফুটে প্রকৃতির মাঝে প্রবাহমান মেটু ঢালীতে দেখি অপরূপ সাঝে । হে ভাবুক যদি মিশে যাও প্রকৃতির ঘ্রানে খুজে নিও স্রষ্টারে সেথা , সৃষ্টির তরু তাজা প্রানে । কথা তোমাদের যত কথা কলি ফুল হয়ে ফুটে উটে হৃদয়ে গহন আধারে কখন দ্বীপ হয়ে জ্বলে উটে সময়ে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।