অসীমের পথে হেঁটে বড় ক্লান্ত... মনে হয় চারিদিকে সবই ভ্রান্ত... বড় কঠিন থাকা টিকে জ্যান্ত... তবু দেবোনা এই রণে ক্ষান্ত... আমি পথিক এক ক্লান্ত শ্রান্ত... দিবই পাড়ি পথ অসীম অনন্ত... আজকে আপনাদেরকে এমন একটি মুভির কথা বলব, যেটা দেখার পর হতে সমুদ্রের তীরে যাওয়ার জন্য মন উদগ্রীব হয়ে আছে। সময়-সুযোগের অভাবে এখনও যদিও যেতে পারিনি তবে অবশ্যই যাবো। আচ্ছা আর কথা না বাড়িয়ে চলে যাই চমৎকার এই মুভির কথায়। (বি.দ্রঃ রিভিউটি আগে আমরা ɯoʌıǝ পাগল™ বোইন qɹoʇɥǝɹ পেইজে শেয়ার করেছিলাম) আপনি যখন জানবেন আপনার জীবনের আর অল্প কিছু দিন বাকি আছে???? কি করবেন আপনি????? আমার মতে কান্নাকাটি কিংবা দুঃখপ্রকাশ নিয়ে বসে থাকাটা বুদ্ধিমানের কাজ হবে না... বরং কিছু অপূর্ণ থেকে যাওয়া ইচ্ছাকে পূর্ণতা দেয়ার কাজে মনোনিবেশ করতে পারেন কিংবা শেষ বারের মত একবার বাচার মত বাঁচুন... অন্তত চেষ্টা তো করা যেতেই পারে... কি বলেন??? মারটিন স্মার্ট, চালাক, রাফ&টাফ... অন্যদিকে রুডি শান্ত, ভদ্র ও গোবেচারা টাইপ... কাকতালীয় ভাবে তারা দুইজন একি হাসপাতালের একি ওয়ার্ডে... এছাড়াও দুইজনের মাঝে আর একটি মিল দুইজনই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত... মারটিনের ব্রেইন টিউমার আর রুডির বোন ক্যান্সার... দুইজনই স্বর্গের দরজায় কড়া নাড়ছে... আচ্ছা স্বর্গে নাকি সবাই সমুদ্র নিয়ে কথা বলে... কি বিস্ময়কর এই সমুদ্র... সূর্যোদয়ের সময় চমৎকার লাল আভা... আস্তে আস্তে সূর্য তার সকল শক্তি বিসর্জন দিয়ে হারিয়ে যায় বিশাল জলরাশির মাঝে... অপুরূপ এই দৃশ্যের কথাই নাকি সবাই স্বর্গে বলে বেড়ায়... তারপর দুইজনেই ঠিক করে ফেললো মরার আগে তবে একবার সমুদ্র দেখে নেই... কিন্তু সমুদ্রে যাবে কিভাবে তারা... আর যেহেতু ইচ্ছা থাকলে উপায় হয় তাই তাদেরও একটি উপায় বেড়িয়ে পড়ে... এক গ্যাংস্টার দলের মার্সিডিজবেঞ্চ গাড়ি নিয়ে বেড়িয়ে পড়ে... তারপর পিছনে গ্যাংস্টার, পুলিশ আরো কত কি... স্বপ্নেও না ভাবা বহু কিছুই ঘটে যায়... সবমিলিয়ে নির্মল বিনোদন... যথেষ্ট মজার রসে ভরা মুভি... মুভি দেখবেন আর হাসবেন... আর কিঞ্চিত ভাবিতও হইতে পারেন... চমৎকার অভিনয় সাথে মজার ডায়লগ... হাস্যকর কিছু দৃশ্য... ও আর আছে মজার অ্যাকশান... সব রকম পাগলরাই দেখতে পারেন জার্মান ভাষার তৃপ্তিদায়ক মুভি নকিং অন হেভেনস ডোর... না দেখলে কিন্তু মিস করবেন জটিল বিনোদনে ভরপুর এই মুভি। মৃত্যু তো আবশ্যিক একটা ব্যাপার কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তে খোলা কোন সমুদ্র তীরে সদা শুভ্র মেঘের ছায়ায় বসে সদা গর্জমান জলরাশির দিকে চেয়ে থাকা... আহ হয়ত অনুভূতিই হবে একটা... সেইরকম... এরকম হলে তবে আর মরণে ভয় কিসের???? “Mama, take this badge off of me I can't use it anymore. It's gettin' dark, too dark for me to see I feel like I'm knockin' on heaven's door. Knock, knock, knockin' on heaven's door Knock, knock, knockin' on heaven's door Knock, knock, knockin' on heaven's door Knock, knock, knockin' on heaven's door... Knockin' on Heaven's Door (1997) http://www.imdb.com/title/tt0119472/ ডাউনলোড লিঙ্কঃ 685 MB rapidshare links or টরেন্ট লিঙ্কঃ Knockin' on Heaven's Door *1997* 690MB (ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য আর মুভিটি দেখে কেমন লাগলো জানাতে ভুলবেন না। )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।