আমাদের কথা খুঁজে নিন

   

এনভয় টেক্সটাইলের আইপিও লটারির ড্র রেজাল্ট

লিখতে ভালোবাসি যাস্ট এনভয় টেক্সটাইলের আইপিও লটারির ড্র রেজাল্ট ডাউনলোড করুন ফ্রি ৯০ কোটি টাকার শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা মোট ৩২৬ কোটি ১৩ লাখ ১৮ হাজার টাকার আবেদন জমা দিয়েছেন। এর মধ্যে ২০ শতাংশ অর্থাৎ ৬০ লাখ শেয়ার বরাদ্দ থাকবে ৰতিগ্রসত্ম ৰুদ্র বিনিয়োগকারীদের জন্য। টাকার হিসেবে যার পরিমাণ ১৮ কোটি। ১০ শতাংশ অর্থাৎ ৩০ লাখ শেয়ার বরাদ্দ থাকবে অনিবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য। টাকার হিসাবে যার পরিমাণ ৯ কোটি।

১০ শতাংশ অর্থাৎ ৩০ লাখ শেয়ার বরাদ্দ থাকবে মিউচু্যয়াল ফান্ডের আবেদনকারীদের জন্য। টাকার হিসেবে যার পরিমাণ ৯ কোটি। অবশিষ্ট ৬০ শতাংশ অর্থাৎ ১ কোটি ৮০ লাখ শেয়ার বরাদ্দ থাকবে সাধারণ বিনিয়োগকারীদের জন্য। টাকার হিসাবে যার পরিমাণ ৫৪ কোটি। এর মধ্যে ৩ ক্যাটাগরিতে (এনআরবি ব্যতীত) আবেদন জমা পড়েছে ৩ লাখ ২৫ হাজার ৯৭৩টি।

জমাকৃত টাকার পরিমাণ ৩১৭ কোটি ৬৭ লাখ ১৮ হাজার। এনআরবি বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন জমা পড়েছে ১৪ হাজার ১০০। টাকার হিসাবে যার পরিমাণ ৮ কোটি ৪৬ হাজার। আইপিও থেকে কোম্পানিটি ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। অতিরিক্ত অর্থ বিনিয়োগকারীদের ফেরত দেয়া হবে।

এ শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা এবং প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। সে হিসেবে কোম্পানিটি শেয়ারপ্রতি মোট সংগ্রহ করবে ৩০ টাকা। এর মার্কেট লট ২০০ শেয়ারে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি লটের জন্য ৬ হাজার টাকা জমা দিয়েছেন। এর আইপিও পূর্ববর্তী পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা এবং আইপিও পরবর্তী পরিশোধিত মূলধন দাঁড়াবে ১৩০ কোটি টাকা।

২০১০-১১ অর্থবছরের আর্থিক নিরীক্ষিত হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪.৪২ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৯.৯০ টাকা। জানা যায়, আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ থেকে কোম্পানিটি মেশিনারিজ ক্রয়, চলতি মূলধন এবং প্রাথমিক গণপ্রসত্মাবে খরচ খাতে ব্যয় করবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত ৫ জুন এনভয় টেক্সটাইলের আইপিওর অনুমোদন দেয়। প্রতিষ্ঠানটির ইসু্য ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সহযোগী ইসু্য ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

অডিটর হিসেবে কাজ করছে আহমেদ অ্যান্ড আখতার। ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.