আমাদের কথা খুঁজে নিন

   

সিপির রিসোর্স জোনে স্ক্রিপ্ট জমা : আপনার কাছে কি কোন স্ক্রিপ্ট পড়ে আছে ?

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই কয়েক দিন আগে সিনেমা পিপলস-এ আমি একটা প্রস্তাব দেই। আমরা যারা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বা টিভি নাটক বানাই, প্রোডাকশন শেষে আমাদের স্ক্রিপ্টগুলো পড়ে থাকে। এই স্ক্রিপ্টগুলো আর কারো কোন কাজে লাগে না। এই পড়ে থাকা স্ক্রিপ্টগুলো আমরা সিনেমা পিপলস এর রিসোর্স জোনে জমা দিতে পারি। তাতে করে দুটি লাভ - এক. যারা আমাদের চেয়ে অভিজ্ঞ, তারা আমাদের স্ক্রিপ্টগুলো থেকে ভুলত্রুটি ধরিয়ে দিতে পারবেন।

(কোন মানুষই ভুলত্রুটির উর্ধ্বে না) তারা আমাদের সীমাবদ্ধতাগুলো বুঝিয়ে দিতে পারবেন। তারা আমাদের নতুন নতুন দিক নিদের্শনা দিতে পারবেন। উপকার হবে আমাদের। দুই. যারা নতুন তাদের জন্য এই স্ক্রিপ্ট খুব কাজের হবে। আমার কাছে ফোন করে অনেকেই স্ক্রিপ্ট চায়।

তারা দেখতে চায়, স্ক্রিপ্ট ফরমেট কেমন হয়। এই ধরনের স্ক্রিপ্ট রাইটাররা রিসোর্স জোন থেকে স্ক্রিপ্ট দেখে একটা ধারণা নিতে পারবেন এবং আমাদের সঙ্গে মত বিনিময় করতে পারবেন। সিনেমা পিপলস-এর এডমিন মাহদী হাসান শামীম প্রস্তাবটাকে আরেকটু আপগ্রেড করেন। তিনি বলেন, বানানো শর্ট ফিল্মের লিঙ্কও সরবরাহ করা হবে যেনো নতুনরা স্ক্রিপ্ট ও ফাইনাল আউটপুট এর সাথে মিলিয়ে দেখতে পারেন। নিঃসন্দেহে চমৎকার প্রস্তাব।

এতে করে নতুন স্ক্রিপ্ট রাইটাররা স্ক্রিপ্ট এবং নির্মিত চলচ্চিত্র দেখে একটা ধারণা পেয়ে যাবেন। আমি ইতিমধ্যে আমার নির্মিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সঙখেলা’ - এর স্ক্রিপ্ট রিসোর্স জোনে জমা দিয়েছি। আরও কয়েকটা টিভি নাটকের স্ক্রিপ্ট জমা দেব শীঘ্রই। আমার আহবান : সামুতে অনেক অভিজ্ঞ স্ক্রিপ্ট রাইটার বা নির্মাতা আছেন, যাদের কাছে এই ধরনের কোন স্ক্রিপ্ট পড়ে আছে। আপনার পড়ে থাকা স্ক্রিপ্টটা সিনেমা পিপলস-এর রিসোর্স জোনে জমা দিন।

আসুন, আমাদের সম্মিলিত শক্তি দিয়ে বদলে দেই অবহেলিত বাংলা সিনেমার ভবিষ্যৎ। বিস্তারিত জানতে এখানে ঢু মারুন : http://cinemapeoples.com/ebooks/scripts শাহজাহান শামীম (চিত্রনাট্যকার ও পরিচালক) ০১৬৮২৩০৩৩১৯, ০১৯১২৫৭৭১৮৭ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।