বিশ্বের সকল ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে টরেন্ট একটি সুপরিচিত নাম। যারা ইন্টারনেট থেকে মুভি , গেমস আর্কাইভসহ বিভিন্ন ফাইল ডাউনলোড করে থাকেন মোটামুটিভাবে তাদেরকে এই সাইটের সরনাপন্ন হতে হয়। এটা নির্দ্বধায় বলা যায় এই বছরের শুরুর দিকে ডাউনলোড করার অপর একটি পাইরেট সাইট মেঘাআপলোড বন্ধ হয়ে যাবার পর অনেকেই টরেন্টের উপর নির্ভর হয়ে পরেন। তাই বলে টরেন্ট সবার প্রয়োজনীয় চাহিদা মিটাতে পারছে তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে নিজের পছন্দের ও প্রত্যাশিত মুভি বা ফাইল সেখানে পাওয়া যায় না, এরপর ফাইল ডাউনলোড হতেও মাত্রাধিক্য সময় নেয়।
আর সমস্যা যখন দিনে দিনে প্রকট হয়ে দেখা দেয় তখন সমাধানের জন্য বিকল্প পন্থার জরুরি হয়ে দাড়ায়। প্রয়োজন হয় এমন কিছু সাইটের যেখান থেকে গ্রাহক স্বাচ্ছন্দে তাদের আকাঙ্খিত মুভি বা ফাইল ডাউনলোড করে নিতে পারেন। যাহোক আজ আপনাদের নিকট এমন কয়েকটি সাইট তুলে ধরবো যার সাহায্যে মুভি ( নতুন ও পুরাতন ), টিভি সিরিজ , যে কোন শিল্পী ও ব্যান্ডের গান, কম্পিউটার প্রোগ্রাম , কোর্স এবং গেমস ইত্যাদি ঝামেলা মুক্ত অবস্থায় আপনার পিসিতে নামাতে পারবেন। তাহলে শুরু করি।
১. rapid4me
এখানে উল্লেখিত সকল কম্পনেন্ট পাওয়া যাবে।
২। Filecrop
এই সাইটের সার্চ ইঞ্জিনের সাহায্যে অল্প সময়ে পছন্দের সিরিজ ও গেমসের সন্ধান পেয়ে যাবেন।
৩.General Files
এখানে আপনার প্রত্যাশিত আর্কাইভ খুঁজে দিতে একাধিক সার্ভার নিয়োজিত আছে।
৪. 4shared.com
পছন্দের মুভি দেখা ও ডাউনলোড করার জন্য এটাও একটি আকর্ষনীয় সাইট।
৫. filestube.com
এটি বেশ কার্যকারী একটি সাইট।
এখানে দেয়া অ্যাডভান্স সার্চের সাহায্যে আপনি ডাউনলোড করার জন্য হালফিল অফসন পেয়ে যাবেন।
ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করার জন্য আরও কয়েকটি উপযোগী কয়েকটি সাইট। .
http://www.bergfiles.com/
http://rapidlibrary.com/
http://www.findthatfile.com/
http://www.findthatpdf.com/
http://www.usemeplz.com
পোস্ট শেষ, সবাইকে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।