আমাদের কথা খুঁজে নিন

   

।। তোমার বিদ্যাপীঠ ।।

বাঙলা কবিতা পীঠ দেখিয়ে চলে যাচ্ছো, দূরে... তোমার বিদ্যাপীঠ প্রতিদিন শিক্ষিত করে তুলছে আমাকে। কী করে বুঝবো, বলো, এতোসব খেলা? নিরস বাস্তব ছাড়া স্বপ্নের কোনও অভিজ্ঞতাই যার নেই সেই আমি, জীবনের মানে বুঝবার কে? বিষের বাটার-বন খেতে খেতে ভেতরে যে এক চিলতে রহস্য অমৃত ওটুকই তো ফেলে দিচ্ছি রোজ ভোরবেলা! কেউ তো বলেনি আমাকে, দেবীকে পেতে চাইলে যূপকাষ্ঠেই সমর্পণ করতে হয় স্বয়ংয়ের নিবেদিত কাঁধ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।