আমাদের কথা খুঁজে নিন

   

এবার ‘অকুলাস ভিআর’ কিনছে ফেইসবুক

ক্রাউডফান্ডিং সাইট কিকস্টার্টার থেকে পাওয়া তহবিলের উপর ভিত্তি করে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি কিনবে প্রায় ২০০ কোটি ডলারের বিনিময়ে।
বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ফেইসবুকের কাছে অকুলাস বিক্রি হবে জানার পর মুখ ফিরিয়ে নিয়েছেন অকুলাসের পুরনো অনেক ভক্ত। তবে ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের মতে “আমাদের কাজ, খেলা আর যোগাযোগের পন্থা পুরোপুরি পাল্টে দিতে পারে অকুলাসের প্রযুক্তিগুলো। ”
গত দুই বছর ধরে গেইমিংজগতে জনপ্রিয় আলোচনার বিষয়গুলোর একটি গেইমিং হেডসেট অকুলাস রিফট। ভিডিও গেইমিংয়ের জগতে নতুন এক মাত্রা যোগ করতে পারে অকুলাসের অভিনব হেডসেটটি।

তবে গেইমিং ছাড়াও যোগাযোগের মাধ্যম হিসেবে অকুলাস রিফটের সম্ভাবনা প্রমাণ করতে মুখিয়ে ছিলেন অকুলাস ভিআরের কর্মীরা। আর যোগাযোগ খাতে প্রতিষ্ঠানটির ইতিবাচক সম্ভাবনাই জাকারবার্গের দৃষ্টি কেড়েছে বলেই জানিয়েছে বিবিসি।    
এখনও হেডসেটটি বাজারে ছাড়েনি অকুলাস ভিআর। অথচ এর মধ্যেই গেইমিং জগৎ থেকে ব্যাপক সাড়া পেয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি কিকস্টার্টার থেকে তহবিল সংগ্রহের সময়ও ব্যাপক সাড়া পেয়েছিল।

ক্রাউডফান্ডিং সাইটটি থেকে ২৪ লাক ডলারের তহবিল পেয়েছিল প্রতিষ্ঠানটি, যা ছিল প্রাথমিক তহবিলের লক্ষমাত্রার ১০ গুণ। এরপর বিনিয়োগকারীদের কাছ থেকে আরও সাড়ে ৭ কোটি ডলার মূলধন পেয়েছে প্রতিষ্ঠানটি। আর বাজারে ছাড়াও আগেই ডেভেলপমেন্ট কিট হিসেবে ৭৫ হাজার অকুলাস রিফট হেডসেটর প্রিঅর্ডার পেয়েছে প্রতিষ্ঠানটি।    
ফেইসবুক অকুলাস ভিআর কিনছে নগদ ৪০ কোটি ডলার এবং ২.৩ কোটি ফেইসবুক শেয়ারের বিনিময়ে যার বাজারমূল্য ১৬০ কোটি ডলার। এছাড়া নির্দিষ্ট লক্ষমাত্রায় পৌঁছাতে পারলে আরও ৩০ কোটি ডলার পাবেন অকুলাস কর্মীরা।

 
এদিকে অকুলাসের মালিকানার হাতবদল ইতিবাচক দৃষ্টিতে দেখছেন না প্রতিষ্ঠানটির কিকস্টার্টার তহবিলের জোগানদাতা অনেকেই। অকুলাস ভিআরের পুরনো কিকস্টার্টার পেইজে অকুলাস প্রতিষ্ঠাতা পালমার লাকিকে দুয়ো দিয়েছে অনেকেই।  

সোর্স: http://bangla.bdnews24.com     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.