প্রতিদিন দিনান্তে যায় সূর্য দিতে সেজদা তিনি লয় খবর সৃষ্টি কুলের দৃষ্টি প্রখর করায় গণ্ডায় নেয় হিসেব সে সব নিঃশ্বাস অবনত হয় মালায়েকা তটস্ততায় ভরপুর মরা লাশ বিছানায় দুলছে তরী বাতাস দেখে চেয়ে কে উটিয়েছে হস্থদয় পাণে তাঁহার করছে বিড় বিড় ধমনী নড়ছে লাপ হা উপচে পড়ছে কি ঢেউ বাহ রী বারি ধারা সন্তস্ট চিততে করে খেলা বয়ে আনা তোহফা অবশিষ্ট নয় সম্পূর্ণ ফেলে উজার ফাঁকে তাকায় আবারো রইল কইল কি না কেউ বাঁকা চারে চারে আট পাঁচে তিনে সাত মুলে পাকা গুনতি শেষ ফিরবে যে নেই কোন তাড়া চায় অনুমতি প্রভুপানে উদিত হবে কি সুবাহ দেয় মিত তিনি জমিন জুরে রাসুলুল্লাহ(সঃ)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।