আমাদের কথা খুঁজে নিন

   

Laptop Power On হয় না। ব্লগে কেউ কি আছেন? সাহায্য করার মত? এই অসহায় ব্যক্তি কে সাহায্য করার মত? [দিস টাইম রিয়েলি আই এম অসহায়-- জলিল ভাই কই?]

৩ নভেম্বর, ২০১২ এর কথা। আমি আগের দিন ২ নভেম্বর,২০১২ রাত ১:৪০ -এ http://www.yify.torrents.com থেকে ফাইন্ডিং নিমো ব্লু-রে প্রিন্ট মুভি নামাচ্ছিলাম। আমার নেট অনেক ফাস্ট। এতই ফাস্ট যে একটা মুভি নামাতে মাত্র ১৮ ঘন্টা লাগে। আগের দিন নামাইলাম ডিজনি পিক্সার এর আপ।

কোন সমস্যা না। সমস্যা হলঃ ৩ তারিখ আমার স্যার বাসায় পড়াতে আসলো। একে তো ঈদের পরে তার পর ছুটি থাকায় ঘুমাইলাম ৯:০০ টা পরযন্ত। শুনি যে স্যার চলে আসছে। ও ল্যাপ্টপ ছিল টেবিলের ওপর, ব্রডব্যান্ড কানেকশন।

তো যেহেতু স্যার টেবিলে পড়াবেন তাই তাড়াতাড়ি টেবিল গুছাতে লাগলাম। আমার বোন আমাকে হেল্প করছিল। সে আবার একটু মাতব্বরি করে তাড়াতাড়ি ল্যাপ্টপ কাথার নিচে লুকায়ে রাখল ( যেন স্যার দেখলে ল্যাপ্টপ আছাড় মারবে)। এরপর পড়তে শুরু করলাম। স্যার চলে যাবে এমন সময় আমি ল্যাপ্টপ অন করে দেখি লেখা "Harddisk Instalization error". এখন আমি কি করব? আমার হারডিস্ক এ ১০৭ টা মুভি, ৮২ টা গান, ২০০ এইচডি ওয়াল্পেপার, ২০টা মিউজিক ভিডিও।

এখন কি করব? প্লীজ কোন ভাবে সাহায্য করতে পারেন? এক নজরে আমার ল্যাপ্টপ কনফিগঃ Model: Lenevo T60 OS : Microsoft Windows 7 Ultimate (Build 6) Original copy. Ram : 1GB HardDisk: 120GB Processor: Celeron 1.83 & 1.80 GHz (2 CPU) AGP Card: 256mb Partition on Hardisk : 2 - Windows 7 (C [available 18GB/38GB] Entertainment (D [available 12GB/83GB] এখন কি করব জানি না। ল্যাপ্টপ খুলে পাওয়ার দিয়ে দেখি যে ফ্যান আছে সেটা ঘুরে না। কিন্তু USB তে পেন্ড্রাইভ লাগালে তা Ditect করে। মানে পেন্ড্রাইভে বাত্তি জলে। কিন্তু সিডি পায় না।

এখন কি করব ভাই কেউ কি বলতে পারেন? আপাতত হারডদিস্ক খুলে রাখছি। না হইলে আর কি করব? ল্যাপ্টপের হারডদিস্ক খুইল্লা সারকিট জালামু। LCD খুলে LCD মনিটর বানাব। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।