কখগ "We must be willing to get rid of the life we've planned, so as to have the life that is waiting for us." Joseph Campbell
মনোবিজ্ঞানের জগত থেকে আমার সবথেকে বড় পাওয়া ছিল কিছু অসাধারণ ব্যক্তির রেখে যাওয়া কাজ খুঁজে পাওয়া যা আমার জীবনকে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবার সুযোগ করে দেয়। জীবনের সবথেকে বড় পরিবর্তনের পথে হাটবার আগে দরকার নিজের সবচাইতে বড় ভয়গুলো এবং সীমাবদ্ধতার ব্যপারে সচেতন হওয়া, শুধুমাত্র তখনই সম্ভব নিজস্ব সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে পারা । আর নিজেকে পুরোপুরি জানতে পারবার মাঝেই লুকিয়ে থাকে সৃষ্টির রহস্য বুঝতে পারা । সাইকোলজি এবং স্পিরিচুয়ালিটির এই মিলন ঘটাবার ক্ষেত্রে আমার সবচাইতে প্রিয় দুই ব্যক্তিত্ব কার্ল ইয়াং এবং জোসেফ ক্যাম্পবেল ।
তবে তাদের ব্যপারে জানবার আগে আসুন জেনে নেই এই লেখার মূল উদ্দেশ্য ।
এই লেখাটির মূল উদ্দেশ্য হলো নিষ্ক্রিয়তা থেকে বের হয়ে আসা, স্থির এবং আরাম-আয়েশের জীবনের মোহ থেকে মুক্তি লাভ করা । সাধারণের মাঝে নিজেকে আটকে না ফেলা । নিজস্ব ভয় বা সন্দেহের বাধা পার করা। অযোগ্যতার ভয়, নিজেকে ছোট মনে করবার ভয় এর উর্ধে ভাবতে শেখা।
আপনি মোটেই নিখুঁত নন ।
আপনার ব্যক্তিত্ব ছোট বড় খুঁতে ভরপুর । আপনার মনে অনেক রকমের ভয় আর তারাই আপনার নিজস্ব সর্বময় ক্ষমতা আবিষ্কারের পথে সবথেকে বড় বাঁধা আর অক্ষমতার কারণ । এই অক্ষমতার লজ্জা আমরা চাপা দেই ব্যস্ততার অজুহাতে, রাজনীতি নিয়ে আড্ডা দেবার মাধ্যমে, লেটেস্ট মডেলের ফোন কেনবার মাধ্যমে, টাকা বা পার্থিব সাফল্যের দিকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মানসিক এনার্জি খরচ করবার মাধ্যমে ।
তবুও হয়তোবা জীবনের নীরব মুহুর্তগুলোতে অথবা কোন অনুপ্রাণিত ব্যক্তিত্বের সান্নিধ্যে অথবা হয়তো পুরনো কোন বন্ধুর সাথে দেখা হবার পর আপনি অনুভব করেন যে বেশ কিছু পার্থিব সাফল্যের পরেও কোথায় যেন আপনার জীবনে সেই ভয়টুকু রয়ে গেছে, আপনার সম্ভাবনার পুরোটা ব্যবহার করতে না পারবার লজ্জাটুকু রয়ে গেছে ।
আর আপনার এই লজ্জাটুকু প্রকৃতিপ্রদত্ত ইন্টুইশন থেকে মেয়েরা খুব ভালভাবে বুঝতে পারে ।
তারা বুঝতে পারে যখন আপনি আপনার সম্ভাবনার পুরোটুকু ব্যবহার করতে ব্যর্থ হন । আর তারা অবচেতনে এটাকে ঘৃণা করে । তারা এমন একজন পুরুষের প্রতি কিভাবে আকৃষ্ট হবে যে কিনা তার যোগ্যতার পুরোটা ব্যবহার করতে প্রস্তুত নয় । বিশেষ করে পুরুষ মানুষের মনের ভয়গুলো মেয়েরা তাদের ইন্টুইশন দিয়ে পুরোপুরি অনুভব করতে পারে । আর কাপুরুষতার জাল ছিড়ে বের হয়ে আসা একজন পুরুষ মানুষকে নিজের সবটা দিয়ে ভালবাসতে পারে মেয়েরা ।
কারণ তার কাছে একজন পুরুষ মানুষকে ভালোবাসার আগের চাহিদা হলো তাকে সম্মান করতে পারা । তাই আপনার জীবনে আর কোন কারণ না থাকলেও শুধুমাত্র নিজস্ব প্রেমিকার থেকে সম্মান পাওয়ার জন্য হলেও জাগিয়ে তুলতে হবে নিজের ভেতরের অসীম শক্তিশালী “নায়ক” কে । কারণ আপনার সকল অনুপ্রেরণা নিয়ে সে ঘুমিয়ে আছে । আমাদের ব্যক্তিত্বের এই “নায়ক” অংশটি হলো সে যে শুধু ছোটখাট পার্থিব সাফল্যে খুশি নয় । বরং আমাদের ব্যক্তিত্বের সুপ্ত সম্ভাবনার পুরোটা ব্যবহার করে নিজেকে সম্মান করতে পারবার মধ্যেই তার জীবনের উদ্দেশ্য নিহিত ।
এই “নায়ক” টিকে জাগিয়ে তোলা মোটেই সহজ কথা নয় । আর এ জায়গাটিতেই জোসেফ ক্যাম্পবেল রেখে গেছেন তার জীবনের সবচাইতে বড় কাজ। তার পুরোটা জীবনই তিনি কাজ করে গেছেন বিভিন্ন মীথলজির নায়কদের মধ্যেকার কমন প্যাটার্ন আবিষ্কার করতে গিয়ে । একজন সত্যিকারের নায়কের জীবনের বিভিন্ন অধ্যায়গুলো চিহ্নিত করে যাওয়াটাই ছিল তার জীবনের সবথেকে বড় মিশন যা থেকে পরবর্তীকালের সকল নায়কেরাই উপকৃত হবে বলে ধারণা করেছিলেন তিনি । সাইকোলজি তে রূপক কাহিনী ব্যবহার করবার ধারণা প্রথম পোষণ করেন কার্ল ইয়াং, যে কোন কাহিনীর মাধ্যমে আমাদের অবচেতন মনে যেই গভীর আবেদনের সৃষ্টি হয় সেটা লক্ষ্য করেন তিনি আর পরবর্তীতে জোসেফ ক্যাম্পবেল খুঁজে বের করেন সৃষ্টির শুরু থেকে মানুষের বিভিন্ন গোত্র ধর্ম নির্বিশেষ সকল মীথ অথবা কালচারাল হিরোদের মাঝের কমন প্যাটার্ন ।
গৌতম বুদ্ধ থেকে শুরু করে গ্রীক মীথলজির নায়ক পারসিয়াস এমনকি আমাদের মহানবী (স.)এর জীবন কাহিনী থেকেও এই প্যাটার্ন গুলো আবিষ্কার করেন ক্যাম্পবেল। আবার হলিউডের বড় বড় কাহিনীগুলোও যে ক্যাম্পবেলের এই প্যাটার্ন ফলো করে তাও বুঝতে পারবেন খেয়াল করলেই । "স্টার ওয়ার্স" এর নির্মাতা জর্জ লুকাসও জোসেফ ক্যাম্পবেলের কাজের খুব বড় একজন ভক্ত।
খুব মজার ব্যপার হলো প্রতিটি নায়কের কাহিনী শুরু হয় কোন একটা ডাক থেকে । আর নায়কের প্রথম প্রবৃত্তি থাকে তাতে সাড়া না দেয়া ।
তবে শেষ পর্যন্ত তার ভেতরের রোমাঞ্চপ্রিয় ব্যক্তিত্ব কখনো স্বেচ্ছায় আবার কখনো অনিচ্ছা সত্ত্বে এ ডাকে সাড়া দিতে বাধ্য হয় ।
আপনি যদি জীবনের কোন একটি অংশে আটকে থাকেন অথবা প্রেরণা হারিয়ে ফেলেন তবে এ লেখাটিকে মনে করুন সেই ডাক । ক্যাম্পবেলের মতে প্রতিটি নায়কের জীবনেই এমন কিছু মুহুর্ত আসে যখন সে নিজেকে হারিয়ে ফেলে অথবা কমফোর্ট জোনের বাইরে পা রাখতে বাধ্য হয় । এটাই সে মুহুর্ত যে মুহুর্তে আপনার “নায়ক” ব্যক্তিত্বটি আবিষ্কার করে যে সে এতদিন ঘুমিয়ে ছিল । এটাই সে সময় যখন সে স্বীকার করে যে তার মুল্যবান একটি বস্তু হারিয়ে গিয়েছে আর সেটা উদ্ধার করতে হলে তাকে বিপদজনক একটি অভিযানের জন্য প্রস্তুতি নিতেই হবে ।
"The hero's journey always begins with the call. One way or another, a guide must come and say, look, you're in Sleepy Land. Awaken! Come on a trip. There's a whole aspect of your consciousness, your being, that's not been touched. So you're at home here? Well, there's not enough of you there. And so it starts…" Joseph Campbell
“The Matrix” সিনেমাটির নায়ক Neo এর সাথে কিছু মিল খুঁজে পাচ্ছেন কি ? এ অবস্থায় আপনি যা এতদিন সত্য বলে জেনে এসেছেন তার বাইরে সত্য খোঁজ করবার মত সাহস করতে হবে আপনাকে । আর এ কাজটি শুধুমাত্র সাহসী লোকের জন্য, কারণ নিজের সবথেকে বড় ভয়গুলোর মুখোমুখি হতে হবে আপনাকে খুব শীঘ্রই ।
হয়তোবা
* আপনি কোথাও অনিচ্ছাকৃতভাবে আটকে আছেন ( প্রেম/চাকরি/ব্যবসা)
* অথবা আপনার জীবন সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে
* নিজের ভালোবাসার মানুষটির জন্য নিজেকে যোগ্য মনে হচ্ছে না
* সদ্য প্রেমের সম্পর্কে ব্যর্থ হয়েছেন
* আপনি সদ্য ডিভোর্সপ্রাপ্ত অথবা সদ্য চাকরি হারিয়েছেন
* আপনি ব্যবসা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন
* নিজেকে বদলে ফেলে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে চান আপনি
তবে আপনার ভেতরের “নায়ক” ব্যক্তিত্বটিকে এ মুহুর্তেই আলিঙ্গন করতে হবে আপনার । আপনার অবচেতন মন জানে যে, যদিও এ সময়টা আপনার জন্য খারাপ যাচ্ছে, তবে এটাই সে মুহূর্ত যখন আপনাকে আপনার ঘুম থেকে জেগে উঠতে হবে, স্বপ্ন থেকে বাস্তবে পদার্পন করতে হবে । আপনার ভেতরের সুপ্ত সম্ভাবনার পরবর্তী ধাপে পৌঁছাবার জন্যই এই ডাক ।
"It may look like a wreck but go at it as though it were an opportunity, a challenge. If you bring love to that moment - not discouragement - you will find the strength is there. Any disaster you can survive is an improvement in your character, your stature, and your life. What a privilege!" Joseph Campbell
নায়কের রোমাঞ্চকর এই অভিযানে বিভিন্ন রকমের গুরুর আবির্ভাব হয় এবং তারা ঠিক সঠিক সময়ে সঠিক জ্ঞান দিয়ে নায়কের বিচক্ষণতা বাড়িয়ে দেয় । এই সময়ে নায়ক খুব ভয়াবহ কোন বনে অথবা সাগরে যাত্রা করে, ভয়াবহ আঁধারে বিভিন্ন রকমের বিপদের মুখোমুখি হয়- যা প্রতীকী অর্থে বোঝায় যে - আপনি এখনো সঠিকভাবে আপনার গন্তব্য কথায় তা জানেন না, অথচ নতুন কিছু আবিষ্কারের জন্য আপনাকে নতুন জায়গা পাড়ি দিতেই হবে ।
"There is no security in following the call to adventure. Nothing is exciting if you know what the outcome is going to be. Where there is a way or path, it is someone else's path." Joseph Campbell
নায়কের প্রতিটি অভিযানের শেষের ধাপে তাকে হয় ঢুকতে হবে ডাইনি অথবা জাদুকরের বিশাল ডেরায় অথবা ড্রাগনের গুহায় । প্রতিকী অর্থে আসলে আমাদের জীবনের সবথেকে বড় ভয়গুলোর কথা বোঝানো হয়েছে এই ড্রাগনের মাধ্যমে আর এই ড্রাগনকে পরাজিত করবার মধ্যে দিয়েই “নায়ক” উদ্ধার করে তার হারানো প্রেমিকা অথবা গুপ্তধন- যা আসলে নায়কের নিজস্ব সুপ্ত শক্তি আবিষ্কার করাকে বোঝানো হয়েছে ।
"The very cave you are afraid to enter turns out to be the source of what you are looking for. The damned thing in the cave that was so dreaded has become the center." Joseph Campbell
এটাই একজন নায়কের ভ্রমণ কাহিনী আর পৃথিবীর বিভিন্ন ধর্মে, বিভিন্ন কালচারে, বিভিন্ন মীথে এই প্যাটার্নটাই হাজারটা গল্প আকারে এসেছে ।
আর জোসেফ ক্যাম্পবেলের মতে এই প্রতিটা গল্পের প্যাটার্ন এক হবার কারণ একটাই । কারণ এই গল্পগুলো আমদের জীবনের গল্পের মতই। কেউ কালের স্রোতে নিজের সম্ভাবনার পুরোটা না দিয়েই হারিয়ে যায় আর কেউ নিজেকে অবিস্কার করবার মধ্যে দিয়ে সমাজে রেখে যায় তার নিজস্ব অবদানঃ সব মিলিয়ে একজন নায়কের জীবনের অধ্যায়গুলো হয় এরকমঃ
* একজন পুরুষ মানুষকে অবশ্যই তার চির-পরিচিত কমফোর্ট জোনের বাইরে পা রাখতে হবে, তার অনিচ্ছা সত্ত্বেও
* নতুন এই অভিযানে অবশ্যই তাকে নতুন শিক্ষক অথবা অথবা গুরুর অধীনে শিক্ষা নেবার মত মানসিকতা অর্জন করতে হবে ।
* বিপদসংকুল এই নতুন যাত্রাপথে ভয় পেলেও নায়ককে এগিয়ে যেতে হবে ।
* এতদিনের পুরনো এবং অভ্যস্ত জীবনের সবকিছু ত্যাগ করতে পারার মত মানসিক শক্তি অর্জন করতে হবে ।
(উদাহরণঃ পুরোনো বন্ধু অথবা ধ্যানধারণা অথবা পুরোনো প্রেমের স্মৃতি )
* নিজের সবচাইতে বড় ভয়গুলোকে সামনাসামনি ফেস করতে হবে ।
* সঠিক সময়ে ভয়কে শেষ করে ফেলতে হবে । তবেই নতুন শক্তি প্রাপ্ত হবে ।
* অভিযান থেকে প্রাপ্ত বিচক্ষণতা গ্রহণ করতে হবে ।
* সবশেষে একজন নায়ককে তার ব্যক্তিগত অভিযানের সকল প্রাপ্তি (শক্তি এবং বিচক্ষণতা) পুরো মানবজাতিকে রক্ষার কাজে লাগানর মধ্যেই জীবনের উদ্দেশ্য নিহিত ।
একমাত্র নিজেকে পরিবর্তনের মাধ্যমেই আমরা পারি সমাজ তথা মানবজাতির জন্য নিজস্ব অবদান রাখতে।
"By experiencing your own metamorphosis, you can contribute to the transformation of all the social systems of which you are part: family, school, workplace, community, and society as a whole."
আর নিজের ভেতরের এই সুপ্ত “নায়ক”কে জাগিয়ে তোলবার জন্য নিজেকে অথবা নিজের ভাগ্যকে দোষারোপ করা বন্ধ করতে হবে এই মুহূর্তে । আবিষ্কার করতে হবে আমাদের নিজের নিজের সবচাইতে ভয়ের জায়গাটি এবং জয় করতে হবে তাকে ।
"To claim the hero within, we must let go of our belief that we are victimized if we do not have perfect parents or a perfect job, a perfect government or unending affluence. The very nature of heroism requires us to face the Dragon, not sit around and complain that dragons exist and someone should do something about them."
https://www.facebook.com/DoctorXBD ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।