মানুষ কত ভয়ংকর!!! আবার মানুষ কত মজাদার!!! অনেকের কাছেই গণিত কঠিন একটি Subject. কিন্ত এই কঠিন এই Subject কেই সহজ করে দিতে পারে Microsoft এর সুন্দর একটি সফটওয়্যার Microsoft Mathematics . গণিতের জটিল কঠিন সব সমীকরণ সহজে এই সফটওয়্যার সমাধান করতে পারে। সমাধান করার পাশাপাশি সমাধানের ধাপসমূহ ব্যাখ্যাও দেখা যাবে এই সফটওয়্যারের মাধ্যমে। এ ছাড়াও সমাধানগুলো দেখা যাবে 2D গ্রাফের মাধ্যমে।
এর সাথে কি কি টুল দেওয়া আছে তা এক নজরে দেখে নেইঃ
The step-by-step equation solver: গণিতের কঠিন সমীকরণগুলো সহজে সমাধান পাওয়া যাবে।
Graphing calculator:এটিতে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক গ্রাফের মাধ্যমে সমাধান পাওয়া যাবে।
Formulas and equations library: ছাত্র দের জস্য ১০০ টি কমন ফরমুলা দেওয়া আছে। এগুলো সে সহজেই এখান থেকে ব্যাবহার করতে
Triangle solver: ত্রিকোণমিতির সমাধান এখানে করা যাবে।
Unit conversion tool: দৈর্ঘ্য, আয়তন, ক্ষেত্রফল, ভর, ওজন, গতি, শক্তি, ক্ষমতা, তাপমাত্রা, সময় ইত্যাদির একক ছাত্ররা সহজেই এবং খূব তাড়াতাড়ি কনভার্ট করতে পারবে এই টুলের সাহায্য।
সিস্টেম রিকোয়ারমেন্ট:
Supported operating systems: Windows 7, Windows Server 2003 Service Pack 2, Windows Server 2008 R2, Windows Server 2008 Service Pack 2, Windows Vista Service Pack 2, Windows XP Service Pack 3
.NET Framework Microsoft .NET Framework 3.5 SP1
Computer processor 500 MHz Pentium processor or equivalent (minimum); 1 GHz Pentium processor or equivalent (recommended)
Memory 256 MB of RAM (minimum); 512 MB or more (recommended)
Display resolution 800 x 600, 256 colors (minimum); 1024 x 768, 32-bit (recommended)
Video Video card with 64 MB of video RAM
Disk space 65 MB available disk space
ডাউনলোড:
আমরা জানি যে, মাইক্রোসফটের প্র্রোডাক্টগুলো টাকা দিয়ে কিনতে হয়। কিন্ত মজার ব্যাপার হলো এই প্রোডাক্টি সম্পূর্ণ বিনামূল্যে আপনি ডাউনলোড করে ব্যাবহার করতে পারবেন।
ডাউনলোড লিংক ১: ৩২ বিট পিসির জন্য এখানে ক্লিক করুন।
ডাউনলোড লিংক ২: ৬৪ বিট পিসির জন্য এখানে ক্লিক করুন।
অথবা, মেইন ডাউনলোড পেজের জন্য এখানে ক্লিক করুন।
পূর্ব প্রকাশিতঃ আমার ব্লগে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।