আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ালটন প্রিমো (Walton Primo)-এর স্টক-রম (Stock-ROM) দরকার?? অথবা রম-ব্যাক-আপ প্রক্রিয়া জানা দরকার?? এই পোস্ট তাহলে আপনার জন্য !!!

মাসখানেক আগে আমাদের দেশী কোম্পানী(?) ওয়ালটন এর নতুন স্মার্টফোন ওয়ালটন প্রিমোটা কিনেছিলাম। সবই ঠিক আছে, কিন্তু রম মেমোরি ইউসেবল মাত্র ৫০/৬০ মেগাবাইট!! এই দিয়ে কি আর কাজ হয়?? তাই ভাবলাম সেটটা রুট করার চেস্টা করি। তাহলে অন্তত কিছু মেমোরি খালি করে ব্যবহার করতে পারব। নেট ঘেটে কিছু টিউটোরিয়াল পেলাম, যেখানে রুট করার বর্ননা আছে। তবে আমার মনে হয় যারা এগুলো লিখেছেন, তারা নিজেরাই ট্রাই করেন নাই।

তাই তদের কথা মত কাজ করতে গিয়ে বিপদে পরলাম!! কিভাবে বিপদে পরলাম তা একটু বলে নেই। কারণ আমার মত আর কেউ যেন ভুক্তভোগী না হয়- রুট করতে হলে তো প্রথমে নিজের রমটা ব্যাকাপ রাখতে হবে নাকি?? কারণ ওয়াল্টন প্রিমো বাংলাদেশে একদম নতুন। তাছাড়া এখন পর্যন্ত কেউ রুট করতে পেরেছে বলে কোন বিশ্বাসযোগ্য খবর পাইনি। তাই রুট করতে গিয়ে সেট ব্রিক হয়ে গেলে আফসসের সীমা থাকবে না! আর রম ব্যাকাপ রাখতে হলে লাগবে CWM রিকভারী। এই সেটের CWM রিকভারী নেটে সার্চ দিয়ে পেলাম।

কিন্তু ওই যে বললাম- ওনারা নিজেরাই ট্রাই করেন নাই! তাই তাদের দেয়া CWM রিকভারী ফ্লাশ দিয়ে দেখলাম রিকভারী স্ক্রীন লাল হয়ে থাকে কিছুই আসে না! বুঝেন অবস্থা, নতুন রিকভারীও কাজ করে না, আবার সেটের অরিজিনাল রিকভারিও হারাইলাম!! যাই হোক, নেটে অনেক খুজে একটা CWM রিকভারী পেলাম যেটা ওয়াল্টন প্রিমো সেটে সুন্দরভাবে কাজ করে! কিন্তু সমস্যা হল এটি চায়না ভার্সন। তাই সবকিছু লেখা আছে চীনা ভাষায়। তবে আমি নিচে স্ক্রীনশট দিয়ে বর্ননা করব। তাই আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। তাহলে আসুন শুরু করি- প্রথমেই আপনার সেটের ড্রাইভার ইন্সটল দিতে হবে।

এজন্য আমার এই পোস্টটি দেখতে পারেন। ড্রাইভারটি ডাউনলোড দিয়ে ইন্সটল করুন। **এবার হ্যান্ডসেট বন্ধ করুন। তারপর ভলিউম আপ বাটন এবং পাওয়ার বাটন চেপে ধরে রাখুন যতক্ষন পর্যন্ত না সবুজ স্ক্রীন আসে (ফ্লাশবুট স্ক্রীন আসে)। সবুজ স্ক্রীন আসার সাথে সাথে বাটনগুলো ছেড়ে দিন।

**এবার ডাটা কেবল দিয়ে সেট পিসির সাথে কানেক্ট করুন। **এখান থেকে CWM রিকভারী ডাউনলোড করে ইন্সটল করুন। ডেস্কটপের Walton CWM Recovery আইকনে ডাবলক্লিক করে ওপেন করুন। নিচের মত কমান্ডপ্রমোট আসবে। **কী-বোর্ডের যেকোন একটি কী-তে চাপ দিন।

তাহলে নিচের মত আসবে। **আবার কী-বোর্ডের যেকোন একটি কী-তে চাপ দিন। তাহলে নিচের মত আসবে। **কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আরো একবার কী-বোর্ডের যেকোন একটি কী-তে চাপ দিন।

তাহলে নিচের মত দেখতে পাবেন । ব্যাস, আমাদের CWM রিকভারী ফ্লাশ দেয়া হয়ে গেছে। আপনার সেট রিস্টার্ট নেবে। এবার আসি রম ব্যাক-আপ নেয়ার প্রক্রিয়ায়- **আগের মতই সেটের ভলিউম আপ বাটন+পাওয়ার বাটন একসাথে চেপে ধরে রাখুন যতক্ষন পর্যন্ত না লাল স্ক্রীন (রিকভারী স্ক্রীন) আসে। লাল স্ক্রীন স্ক্রীন আসার সাথে সাথে বাটনগুলো ছেড়ে দিন।

**কিছুক্ষন পর নিচের মত অপশন দেখতে পাবেন। **ভলিউম বাটন আপ-ডাউন করে এখান থেকে ৬ নম্বর অপশন হাইলাইট করুন। হাইলাইট করার পর পাওয়ার বাটন দিয়ে সেটি সিলেক্ট করুন। **আবার নিচের মত ১ নম্বর অপশন সিলেক্ট করুন। তাহলে রম ব্যাকাপ শুরু হবে।

শেষ হতে মিনিট ৫ এর মত সময় লাগবে। **নিচের মত আসলে বুঝবেন রম ব্যাক-আপ প্রক্রিয়া শেষ হয়েছে। ***আপনার রমটি এসডিকার্ডের clockworkmod ফোল্ডারে পাবেন। অর্থাৎ SDcard\clockworkmod\backup\2012-11-16.17.57.40 এখানে বলে রাখা ভাল আপনি যে backup ফোল্ডারে আপনি তারিখে রম ব্যাকাপ করবেন, সেই তারিখের নামে একটা ফোল্ডার পাবেন। ওই ফোল্ডারের ভিতরের ফাইলগুলোই আপনার রম।

ব্যাস, এবার ইচ্ছামত সেট নিয়ে এক্সপেরিমেন্ট করুন। আর বিপদে পড়লে স্টকরম রিস্টোর করুন আমি বর্তমানে রবির নেট চালাচ্ছি। স্পীড নাই বললেই চলে। তাই স্টকরম আজ দিতে পারলাম না। তবে আপলোড শুরু করে দিয়েছি।

আশা করি আগামীকাল দিতে পারব। এই পোস্টেই লিঙ্ক দিয়ে দিব। তাই যাদের স্টক-রম দরকার, তারা একটা চোখ রাখতে পারেন *******যদিও আমি কোনরকম সমস্যার সম্মুখীন হইনি, তারপরেও CWM রিকভারী ফ্লাশ দিতে গিয়ে কেউ বিপদে পরলে আমি দায়ী থাকব না। নিজ দায়িত্তে কাজ করবেন। হাজার হলেও ইলেক্টিক পন্যের কথা আগের থেকে কিছু বলা যায় না *******সেটটি এখনো রুট করতে পারিনাই।

আপনারা কেউ কি পেরেছেন?? পারলে একটু জানাবেন প্লিজ!!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৭৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।