আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা গানের হারিয়ে যাওয়া অ্যালবামগুলোর কভার ( Must See)

আজ কোন গান বা শিল্পীর গল্প আপনাদের শুনাবো না। আজ কোন অ্যালবাম এর কথাও বলবো না। এমনকি কোন বাংলা ছবির কথাও বলবো না। আজ শুধু কিছু ছবি দেখাবো যা দেখে আমার সমবয়সীদের চোখ টলমল করে উঠবে আর বর্তমান প্রজন্মের কাছে এই ছবিগুলো হবে প্রথম দেখা । আসুন তাহলে ছবিগুলো দেখে যাই । সোলস এর প্রথম অ্যালবাম ঃ সোলস এর ৪র্থ অ্যালবাম ঃ সোলস এর আজ দিন কাটুক গানে - নোভার প্রথম অ্যালবাম - আহবান ঃ নোভার ২য় অ্যালবাম 'রাজাকারের তালিকা চাই' ঃ নোভার 'স্কুল পলাতক মেয়ে' ঃ নোভার ৪র্থ অ্যালবাম 'ভাইসো' - মাইলস এর 'প্রত্যাশা' - ফিলিংস এর জেল থেকে বলছি - অবসকিউর এর স্বপ্নচারিণী - এলআরবি'র ঘুমন্ত শহরে ঃ এলআরবি 'বিস্ময়' - আইয়ুব বাচ্চুর প্রথম একক অ্যালবাম 'রক্ত গোলাপ' - ব্যান্ড মিক্সড অ্যালবাম 'চমক' - হারিয়ে যাওয়া ব্যান্ড অডিসি ঃ আজ এই পর্যন্তই থাক। ভালো জিনিস ,দুর্লভ জিনিস অল্প অল্প দেখা ভালো। আরও অনেক অনেক ছবি আছে যা পরে আবার একদিন দিবো। উপরের সবগুলো অ্যালবাম পাবেন বাংলা গান ও ছায়াছবির যাদুঘর হিসেবে খ্যাতও জনপ্রিয় RaDiO bg24 এর কাছে বিশেষ বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই ‘RaDiO bg24’ পরিবারের সদস্য সাগর রহমান, ইমতিয়াজ মাহমুদ তমাল , মাহমুদ নোমান ও মামুন ভাইকে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.