প্রেমের আলিঙ্গন;
ভেবেছি আজ সারাবেলা
কেটেছে সারাক্ষণ।
একাকিত্বের যন্ত্রণা আর বহিতে নাহি পারি,
চেয়ে থাকি পথ পানে দেখা কি পাব তারই?
অনেক দিনের চাওয়া,
সবুজ ঘাসে তারে নিয়ে একটু হেটে যাওয়া।
খুজে বেড়াই যারে
সে কি থাকে ভূমধ্যসাগরে?
নাকি উত্তামাশা দ্বীপ,
শ্বাপসংকূলে ভরা কোন অন্তরীপ ।
নাকি বারমুডা ট্রাইএঙ্গেল
যেথা জাহাজডৃবি হয়,
জীবন গেলে যাবে চলে করিনা তার ভয়।
নাকি দারুচিনি দ্বীপের দেশে
যেথা দংশন করে নিঠুর আশি বিষে।
কোথায় থাকেন তিনি?
তার হৃদয়ে আমার এ প্রাণ মস্তভাবে ঋণী।
মোর হিয়ারে দিয়ে দোলা
করিছে সে রাধা-কৃষ্ণ খেলা।
এই করেছি পণ,
শত বাধা পেরিয়ে চাই তার প্রেমের আলিঙ্গণ।
তার স্তনে কাঠালচাপা
নিতম্বে তার মধু মাখা
দুচোখে তার স্বপন আঁকা
কল্পনাতে মোর তার সদাই বিচরণ
চাই তার মধুর আলিঙ্গন।
তার ঠোটে মধু ঝরে
তার অধরে জোৎস্না ঝরে
তার মিলনে কৃষ্ণ গানে
তার কামনায় আকাশপানে
অপসরা মাতে নাচে গানে
আমি আছি তাই সঙ্গোপনে
চুপটি করে তাহার সনে,
মাতি যে তাই সুখসঙ্গমে
বধুর মধুর আলিঙ্গনে।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।