আমাদের কথা খুঁজে নিন

   

জেনে নিন আপনার ফেসবুকিয়+ ব্লগিয় রাশিফল!! না দেখলে আপনের লস..

অমানুষ গুলো দেখতে হুবাহু মানুষের মতো.. . . . . . . . . . . ... . . . . . . . . .. মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): আজ ফেসবুকে লগ ইন করতে সাময়িক সমস্যায় পড়বেন, প্রাইভেসী সেটিং পরিবর্তন করবেন। রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন শুভ. বিদেশযাত্রার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পেজের সন্ধান পাবেন। নতুন গার্লফ্রেন্ড ফটানোর জন্য দিনটি শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৈদেশিক পেজ লাইক শুভ। ফ্রেন্ড রিকোয়েস্ট আসার ক্ষেত্রে তেজিভাব বিরাজ করবে।

ব ্লগিং করার ক্ষেত্রে মাল্টিনিক সেফ হবার সম্ভাবনা আছে। আজ কোন ললনার ব্লগে লুল ফেলালে ইতিবাচক সাড়া পেতে পারেন। যাবতীয় লাইক কমেন্টিং শুভ। মিথুন (২২ মে-২১ জুন): ফ্রেন্ডলিস্টে নতুন ফ্রেন্ডের আগমন গটবে। কার সাথে কে বেশী পপুলার দ্বন্দ্বের অবসান হবে।

ব্লক হয়ে যাওয়া নিক পুনরায় ফিরে পাবেন। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার আইডি আকস্মিকভাবে খুঁজে পেতে পারেন। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্লগিং করার জন্য দিনটি শুভ। আজ আপনার দেওয়া পোষ্ট তুলনা মূলক হিট পাবে, শুধু পোষ্টের সাথে ১৮+ উল্লেখ করতে হবে। মন্তব্য করার ক্ষেত্রে বিশেষ সর্তকতা অবলম্বন করতে হবে।

ছাগু ট্যাগ পাওয়ার সম্বাভনা আছে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহের জন্য নাস্তিকদের রোষের শিকার হতে পারেন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ফেক ছাইয়া নিক থেকে রিকোয়েস্ট পাবেন, পাসওয়ার্ড হ্যাক হবার সম্ভাবনা আছে। ১৮+ পেজের এডমিন হবার সম্ভাবনা উজ্জ্বল। ব্লগিয় ক্যাচালে পড়তে পারেন।

সুশীল হয়ে থাকার পরামর্শ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): স্ট্যাটাসে প্রেমের কবিতা লেখার জন্য ললনাদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। আজ আপনার লাইক কমেন্ট ভাগ্য বিশেষ শুভ। চ্যাটিং কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ভেঙে যাওয়া রিলেশনসীফ স্ট্যাটাস জোড়া লাগতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্লগিয় আঁতলামীর জন্য দিনটি শুভ। বিখ্যাত ব্লগারদের চুলকানির কারণ হতে পারেন। ফেসবুকে নতুন ফ্যামিলি রিকোয়েস্ট পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে মেসেজ দিলে পোকের মাধ্যমে সাড়া পাবেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): তুলনা মূলক অতি মাত্রায় ট্যাগ পাবেন।

স্পামিংয়ের জন্য স্ট্যাটাস দিয়ে শান্তি পাবেন না। ব্লগিং করার ক্ষেত্রে হিট কম পাবেন। লুলামির জন্য প্রশংসিত হবেন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বাদাইম্মা ফেসবুকারদের জন্য সুখবর আছে। বিনদেশী ললনা চ্যাটে Hi,Hello, বলার সম্বাভনা আছে।

প্রেমের ব্যাপারে IDতে দেওয়া Info যাচাই করে নিন। আজ আকস্মিকভাবে ফ্রি Mb প্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): আজ আপনে ফেইসবুকে অনেক বন্ধু পাবেন বাট টাকা ধার চাইলে পাইবেন না । ফেইসবুকে অনেক মেয়ে বন্ধু আপনাকে ইনবক্স করবে ।

আজ আপনি খুব বেশী লুলাইত হবে না । বন্ধুরা আপনাকে পোক মারতে পারে আবার নাও পারে । ট্যাগ তুলনামূলক কম পাবেন । স্ট্যাটাস দিলে ২০/২৫ টার বেশি লাইক পাবেন না । অনেক পেইজ রিকুয়েস্ট আসতে পারে ।

আজ আপনার মনে পিরীতির বাতাস লাগবে । মেয়ে বন্ধুদেরকে আপনার ফোন নাম্বার দিলে মিসকল দিবে কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ফেসবুকিয় মেসেজিং লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ণ থাকবে। বাদাইম্মা কেউ কেউ নতুন Gf এর সন্ধান পেতে পারেন। আজ আপনার ফ্লাটিং ভাগ্য বিশেষ শুভ। Fb প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে।

যাবতীয় পোকিং শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ফেইসবুকে অনেক মেয়ে বন্ধু আপনাকে ইনবক্স করবে। ফেক ছাইয়া নিক থেকে রিকোয়েস্ট পাবেন। সামু ব্লগের মডু হইতে পারেন। তবে ব্লগারদের কাছে কিঞিত নারী প্রীতির জন্য গদাম খাইতে পারেন।

আংশিক লুলামি শুভ। বিদ্রঃ- ইহা মাত্র একটি ফান পোষ্ট! কেউ সিরিয়াস হইবেন না। রাশিফল না মিলার ৯৯% সম্ভাবনা আছে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.