আমাদের কথা খুঁজে নিন

   

গোবেচারা এক বারাক হোসেন(not Obama)

দেখা যত ছবি, শোনা যত শব্দ, হৃদয়ের সব উপলব্ধি, আর যত এলোমেলো ভাবনা নাম আমার বারাক হোসেন, দরিদ্র কৃষক মানুষ, কেও আমার কুনো কথা শুনেনা। তা শুনবে ক্যান? আমার নামের শেষে তো আর ওবামা নাই! থাকলে তো আমিও আমার রমণীরে(স্ত্রী) বশ করতে পারতাম! আফসোস শুধুই আফসোস। বউয়ের কাছেও আমার কথার কোন দাম নাই। কষ্টের ব্যারাকে বন্দি এই বারাক হোসেনের জীবন। এই তো গেল আমাদের বারাক হোসেনের কথা। কিন্তু একজন বারাক হোসেন ওবামা, তাঁর কথাই কি লোকে শোনে?? আজকে যখন সন্ত্রাস দমনের নামে গাজায় একের পর এক নিরীহ মানুষের উপর হামলা হয়, রক্তের স্রোত বয়ে যায় তখন তাঁর কথার সেই শান্তির আসলেই কোন দাম নেতানিয়াহুদের কাছে আছে বলে মনে হয়না। এটা তো আর রমণী বশের মত সহজ কর্ম নয়! সেই সূত্রে আমাদের বারাক হোসেনের আফসসের আসলেই কিছু নাই, আছে কি???  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।