আজ অনেক কষ্টর মাঝে একটু হালকা হবার জন্যে পুরোন একটা কৌতুক মনে পড়ে গেল। দুই মাতাল রাস্তা দিয়ে যাচ্ছে ১ম মাতাল: ওস্তাদ সমনে রানা প্লাজা কি করি? ২য় মাতাল: চল ধাক্কা লাগাই যেই কথা সেই কাজ ধাক্কা মারার আগে গায়ের জামা খুলে রেখেছিল মাটিতে কিছুক্ষন পর পেছন তাকিয়ে জামা দেখতে না পেয়ে (চোর ব্যাটার কাজ) তারা বলাবলি শুরু করল আরে আমরা তো রানা প্লজা কে অনেক দুরে সরাইয়া দিলাম (মি: রানাকে দেশ থেকে যাবার ব্যাবস্হা করে দিলাম) এরাতো খাইয়া মাতাল না খাইয়া যারা মাতাল তাদের কথা না হয় বল্লাম না। এইসব পাগলের দেশে আর কত পাগলের মার খাব আমরা সাধারন পাবলিক। আসুন এইবার সময় এসেছে পাবলিকের পাগল হওয়ার, সব পাগল হয়ে চলুন জোরছে একটা ধাক্কা মারি। সব ওলট পালট করে নতুন একটা দেশ গড়ি। আর কত রক্ত বা শ্রমিকের বলি হলে পরে আমরা পাগল হব ধাক্কটা দেবার জন্যে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।