সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না....
আমাদের মাহামান্য মন্ত্রী মহোদয়রা এবার ৫ বছর জুড়েই নানা মন্তব্যে বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রন করতে না পারলেও কমেডিয়ানদের অভাব দূর করেছেন
...সেই রুলস অব বিজনেসকে বানিজ্য বলা থেকে শুরু করে সাম্প্রতিক
রানা প্লাজার ঝাকি তত্ত্বের প্রবক্তা জনাব মখা আলমগীর এবারের ভোটার বিহীন ভোট কেন্দ্রের বাস্তবতা লুকাতে নতুন তত্ত্ব হাজির করেছেন!
শৈত্য প্রবাহের কারণে ভোটার কম
সকাল থেকে দেশজুড়ে শৈত্য প্রবাহের কারণে ভোটকেন্দ্রগুলোতে ভোটার কম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
তিনি বলেন, সারাদেশে সকাল থেকেই শৈত্য প্রবাহ চলছে, এ কারণে ভোটকেন্দ্রে ভোটাররা কম গেছেন। রোদ বাড়ার সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে ভোটারের সংখ্যা বাড়বে।
রোববার আওয়ামী লীগের পক্ষে নির্বাচন কমিশন সচিবালয়ে এসে তিনি এসব কথা বলেন।
বিএনপি-জামায়াত নির্বাচন প্রতিহতের যে ষড়যন্ত্র করেছিলো তা সফল হয়নি বলেও দাবি করেন তিনি ।
Click This Link
যদিও আবহাওয়ার পূর্বাভাসে এ্রইরুপ কোনরকম উল্লেখ যোগ্য শৈত্যপ্রবাহের ঘোষনা নাই- কিন্তু জনগণের প্রত্যাখাণের বাস্তবতাকে শৈত্যের আড়ালে কতক্ষন লুকিয়ে রাখতে পারেন দেখা যাক!!!
এবারের আন্দোলনে মানুষের সবচে বড় বদল হয়েছে মানুষ সহিংসতা বদলে নিরব প্রতিবাদ জানিয়েছে।
শাপলা ঘটনায় যে যাই বলেছে- জনগন নিরব থেকে সিটিতে সুযোগ পেয়ে নিরবে রায় দিয়ে গেছে। ।
১৮ দলের ডাকে ঢাকায় লাখো লোকের আগমন হলেও স্বৈরাচারী আর জুলুমের ভয়ংকর রুপ দেখে তারা নিরবেই তাদের অস্ত্র প্রয়োগের সিদ্ধান্ত নেয়-এবং নেত্রীও জানমাল রক্ষায় এবং আসন্ন গৃহযুদ্ধ প্রতিরোধে অহিংস ভোটাধিকার অস্ত্রের মাধ্যমে জবাব দেয়া।
যে জবাব আজ ১৬ কোটি জনতা দিয়েছে।
ভোট প্রত্যাখ্যান করেছে। দলীয় কর্মদের আনাগোনা মিডিয়ায় বারংবার দেখীয়েও এই শূণ্যতা ঢাকা যাচ্ছে না। অবশেষে শৈত্য প্রবাহ তত্ত্ব!!!!
মানুষকে মানুষ ভাবুন। আপনাদের ভাল কাজকে ভাল বলার লোকের যেমন অভাব নেই- তেমনি মন্দ কাজকে নিরবে সয়ে গেলে প্রতিবাদ প্রতিরোধ হীন যাবে ভাবাটাও ভুল। ।
আজ জনতা নিরবে ঘরে বসে থেকে আওয়ামীলিগের সকল স্বৈর সিদ্ধান্তে তাদের আপত্তি জানিয়ে দিয়েছে।
একনও সময় আছে। জাতিকে সুষ্ঠ নির্বাচনের পথে নিয়ে যেতে পদত্যাগের মাধ্যমে নিজেও উত্তম হোন, জাতিকেও মুক্তি দিন। আজ ১৮-২৮জনের জীবন গেছে!
২৮০০০ বা তারচে বেশি জীবন নিয়েও যদি ক্ষমতায় থাকলেনও- ইতিহাসে কি আপনি নন্দিত হবেন?
নাকি নিন্দিত হবেন???
এই বোধটুকুনের উপরই জাতির শেষ ক্ষীন আশা!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।