ঘুম থেকে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর...... Can এর past form হল Could. অর্থাৎ পারতে/পারতাম - এর বিভিন্ন ধরনের ব্যবহারও করা যায়। যেমন:
--> এটি Past Ability বা অতীত সামর্থ বোঝাতে ব্যবহার করা যায়। যেমন: When your grandmother was young she could dance very well. - যখন তোমার দাদীমা যুবতী ছিলেন তিনি খুব ভাল নাচতে পারতেন।
--> এটি Suggestion বা পরামর্শ দিতেও ব্যবহার করা যায়। যেমন: You could buy a new car. - তুমি নতুন একটি গাড়ি কিনতে পারতে।
--> এটি possibility বা সম্ভাবনা বোঝাতেও ব্যবহার করা যায়। যেমন: Rasel isn't home yet, he could still be working - রাসেল এখনও বাড়ি ফারেনি, সে সম্ভবত এখনও কাজ করছে।
--> এটি Polite request বা বিনয়ের সাথে অনুরোধ করতেও ব্যবহৃত হয়। যেমন: Could you give me a glass of water? - এক গ্লাস পানি দিতে পারবেন/দেবেন?
--> এটি কাল্পনিক চাওয়া বোঝাতেও ব্যবহৃত হয়। যেমন: আপনি বান্দরবনে গেলেন।
সবুজ পাহাড়ের মাঝের স্নিগ্ধ গ্রামে গিয়ে আপনি চেচিয়ে উঠলেন - I could stay here for my life. - আমি এখানে সারা জীবন থেকে যেতে পারব।
---------------------------------------------------------------------------------
এই ব্লগটি একটি সিকুয়্যেল ব্লগ। আগেরগুলো পাবেন এখানে।
আমার ইংলিশ শিখার সিকুয়্যেল ব্লগগুলার লিন্ক পেইজ
---------------------------------------------------------------------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।