আমাদের কথা খুঁজে নিন

   

Modal অর্থ ক্রিয়ার ভাব সম্বন্ধীয়......

ঘুম থেকে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর...... Auxiliary verb এর একটি শাখা হল Modal Verb। অন্য শাখাগুলো নিয়ে পরে একদিন দেখা যাবে। তখন দেখবেন হাতি না, ঘোড়া না - এত পরিচিত একটা ব্যাপার এই Auxiliary verb যে আপনার আশা ভঙ্গ হয়ে যেতে পারে। হা. হা. হা..... যাই হোক। Modal Verb নিয়ে বলতেছিলাম।

Modal Verb কেন ব্যবহৃত হয়? - আমরা তো এটা জানি যে, Auxiliary verb একটি বাক্যে কোন অর্থ বহন করে না। যেমন, I am eating rice. - আমি ভাত খাচ্ছি। এখানে am হচ্ছে Auxiliary verb। দেখেন তো এটির কোন অর্থ বাংলা বাক্যে আছে কিনা! কিন্তু Modal Verb। Modal Verb বাক্যের মুল Verb এর অর্থের সাথে আরও কিছু অর্থ যোগ করে।

I can eat rice. - আমি ভাত খেতে পারি। এখানে can একটি Auxiliary verb। আরও নির্দিষ্ট করে বললে Modal Verb এবং এটি বাক্যের মুল ক্রিয়া "খাওয়া" এর সাথে আরও একটি কথা "পারি" যোগ করেছে। তো Major Modals বলে একটি উপশাখা আছে। আসেন, দেখা যাক ওরা কারা এবং এদের ব্যবহার কি? Major Modals - -- Can -- Could -- Would -- Should -- Must -- May -- Might Can এটি সামর্থকে বুঝায়।

অর্থ (করতে, যেতে, খেতে ইত্যাদি) পারি। যেমন: I can swim. - আমি সাতার কাটতে পারি। Can দিয়ে Informal request(অর্থাৎ লৌকিকতা বর্জিত বা ঘরোয়া আলোচনায় বলা কথা) বোঝানো যায়। Can I sit here? Can এর past form হল Could - এটি অতীতে সামর্থ বুঝায়। অর্থ (করতে, যেতে, খেতে ইত্যাদি) পারতাম।

এর কিছু ব্যবহার পাবেন এখানে - ক্লিক করুন। তাহলে Would কি ভবিষ্যতকে বোঝায়? নাহ। Would অর্থ হল করতাম, যেতাম, খেতাম, শেখাতাম...... একটু খেয়াল করুন তো। Could এবং Would এর মধ্যে কি কোন পার্থক্য চোখে পড়ে? দেখুন - আমি কাজটি করতে পারতাম। - এই বাক্যটি পড়ে কি মনে হচ্ছে আপনার? অতীতে আমার একটি দক্ষতার কথা বলা হচ্ছে না? আবার দেখুন, আমি কাজটি করতাম।

- কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে, অতীতে আমার একটি কাজের অভ্যাসের কথা বলা হচ্ছে? - এই হল Could এবং Would এর মধ্যে পার্থক্য। একটি হল অতীত সামর্থ/দক্ষতা (Past Ability)। আর একটি হল অতীত অভ্যাস (Past habit)। তাহলে ভবিষ্যত বুঝব কি দিয়ে? will be able to - অর্থ পারব/সক্ষম হব। যেমন: আমি কাজটি করতে পারব।

- I will be able to do the work. এই Modal Verb ব্যবহারের একটি নিয়ম হল: --> Modal এর পর বাক্যের যে মুল Verb বা ক্রিয়া থাকবে সেটি অবশ্যই অবশ্যই base form এ লিখতে হবে। --> Verb টির সাথে s/es, ing - এগুলো যোগ করা যাবে না। --> Verb টির আগেও to বসানো যাবে না। একটি উদাহরন দেখেন- He can speak in english. Should এর ব্যবহার টা অনেক সহজ। দেখুন - আমার যাওয়া উচিত - I should go. তাহলে আমরা কি দেখছি? Should অর্থ "উচিত"।

Should এর পরিবর্তে ought to ও লিখতে পারেন। একই অর্থ। সহজ তাই না? তাহলে এটার ট্রান্সলেশনটা করুনতো দেখি - আমার যাওয়া উচিত ছিল। Must, May, Might - এই তিনটি Modal এর ব্যবহার নিয়ে আমাদের মধ্যে একটু বিভ্রান্তি থাকতে পারে। দেখুন - Must - confident বা আমি নিশ্চিত May - confused বা আমি অনিশ্চিত Might - consolation বা সান্তনামুলক বোঝা যাচ্ছে কিছু? একটা গল্প বলি।

গল্পে গল্পে শেখা আরকি জাভেদ ক্লাশে খুবই নিয়মিত একজন ছাত্র। নিয়মিত পড়াশুনা করে আসে। স্যারও জাভেদকে খুবই পছন্দ করেন। তো এক বৃষ্টির দিনে জাভেদ তখনও ক্লাশে আসে নি। স্যার ছাত্রদের জাভেদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন।

ছাত্ররা বলল, জাভেদ অবশ্যই আসবে - Javed must come. তো, ক্লাশ ১ ঘন্টার। আধা ঘন্টা যাওয়ার পর স্যার আবার জিজ্ঞাসা করলেন, "কই জাভেদ কোথায়?" ছাত্ররা একটু দ্বিধান্বিত ভাবে বলল, জাভেদ আসতেও পারে - Javed may come. ক্লাশ শেষ হতে আর ৫ মিনিট বাকি। তখন ছাত্রদের জিজ্ঞাস করতেই ছাত্ররা উত্তর দিল, জাভেদ হয়তো আসবে। Javed might come. - এই গল্পের বাংলা বাক্যগুলোর মধ্যে কোন পার্থক্য লক্ষ্য করেছেন? --------------------------------------------------------------------------------- এই ব্লগটি একটি সিকুয়্যেল ব্লগ। আগেরগুলো পাবেন এখানে।

আমার ইংলিশ শিখার সিকুয়্যেল ব্লগগুলার লিন্ক পেইজ ---------------------------------------------------------------------------------  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.