I am Bangladesh supporter
বাংলাদেশের মানুষের একটা খারাপ স্বভাব আছে এবং যার জন্য আমাদের বলা হয় হুজুকের বাঙালি। ঠিক ভেড়ার মতো এক ভেড়া যেদিকে যায় অন্য ভেড়াও সেদিকে যায়।
আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী। আজ সারা বাংলাদেশের মিডিয়া থেকে শুরু অপার জনগণ খুব শ্রদ্ধার সাথে তাঁর জন্মদিন পালন করেছে। তিনি আমার অন্যতম প্রিয় লেখক।
কিন্তু আমাদের দেশে একটা খারাপ কালচার আছে। কাউকে মানুষ থেকে দেবতা বানিয়ে ফেলে আবার কাউকে মানুষ থেকে গুয়ের কীট বানিয়ে ফেলে। মানুষ মানুষই। খারাপ মন্দ ভাল নিয়ে একটি মানুষ। আমার আম্মা প্রায় বলে থাকেন একমাত্র শয়তানই ভুল হয় না।
আজ একজনের মন্তব্য শুনে খুব খারাপ লাগলো। হুমায়ুনের মতো আর কোন জনপ্রিয় লেখক তাঁর জীবন দশায় হবে না। এগুলো ফালতু কথা। কারও মৃত্যুতে যেমন জীবন থেমে থাকে না, কারও মৃত্যুতে তাঁর স্থান কেউ না কেউ পূরণ করে। কথাটি কঠিন হলেও বাস্তব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।