h কিছুক্ষন আগে শুনলাম চট্টগ্রামের হাটহাজারী ও পটিয়ায বিভিন্ন মাজারে হামলা চালিয়েছে ধর্মের মুখোশধারী কিছু পথভ্রষ্ট লোক। তাদের পরিচয় আমরা সবাই চিনি। আমার জন্ম হাটহাজারীতে। অনেক এশী আলোয় আলোকিত অলিদের মাজারে পরিপূর্ণ আমার জন্মস্থান। অসাম্প্রদায়িক চেতনায় এক একটি বাতিঘর এসব মাজারগুলো।
ছোটবেলায় মাজারের মেলায় আমরা বন্ধুদের সাথে গিয়েছি, বার্ষিক ওরষে গিয়েছি বা বিভিন্ন পরীক্ষার আগে গিয়েছি। শৈশবের সেই দিনগুলো আজো আনন্দময় স্মৃতি। যেইসব অমানুষরা এইসব অলিদের মাজারগুলো হামলা চালালো, আমার মনে হয় তারাই সনাতনী হিন্দুদের ভাবধারায় পরিচালিত মন্দিরগুলোতে হামলা চালিয়েছে। আমার শৈশবের সেই দায় আমাকে অপরাধী করে রাখত, যদি এ বর্বর ঘটনা যারা ঘটিয়েছে, তার প্রতিবাদ না করতাম। এখনই সবাই সোচ্চার হোন, নাহলে এরা এক এক করে কাউকে রেহায় দেবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।