ছবিটি শ্রদ্ধেয় সুমন মোরশেদ এর ফেসবুক প্রোফাইল থেকে ধার করা । কবিতা লেখা আসলে আমার আমার কাজ না। লিখতে গেলে গুলিয়ে ফেলি। কিন্তু আজ খুব মনে পড়ছে হুমায়ন আহমেদ স্যার কে। বার বার হিমু সমগ্র দেখছিলাম আর মনে হচ্ছিল আমি তাকে কিভাবে স্মরণ করব। তাই কিছু অগোছালো কথা সাজিয়ে লেখার চেষ্টা করেছি। এই কথাগুলো শুধু স্বর্গবাসী শ্রদ্ধেয় স্যার ও তার ভক্ত অগণিত হিমুদের প্রতি। হিমুদের মাঝে সে রাত যেন শেষ হতে চায় , আমার হাঁটা শেষ নাহি হয় হাঁটছি আমি সন্ধ্যা থেকে, ঢাকা শহর ঘুরছি ধীরে দেখি না কোন চোর ছ্যাঁচড়া, গল্প করব কার সাথে আজ পুলিশ আসে নি কেন, আমায় থানায় ধরে নিতে মাজেদা খালায় ফোন নাহি দেয়, আমায় কিছু বলবে বলে আজ খালুর করা কথায়, কান নাহি আর বিরক্ত হবে খুঁজতে হবে না হাতির বাচ্চা, পিচ্চি পরীর জন্মদিনে থাকতে হবে না গোয়েন্দা হয়ে, পুলিশের মেয়ের ঘূর্ণিপাকে আর দিব না কড়া ধাক্কা ছোট ছোট সি.এন.জির পিছন থেকে সব মেনেছি সব জেনেছি তবু কেন হাঁটছি আমি আজ কেন সব এলোমেলো লাগছে মনে বাজছে কানে মিলছে না যে ছন্দ মালা, কি কাঁদছে মনের কোনে এখনও যে ভোর আসে না আর হাঁটবো কত দুরু সত্যি কি সব পণ্ড হবে যদি না আসে আবার ফিরে আসবে কেন আছে রয়ে হৃদয়-মনেতে চুপটি মেরে চোখটি মেলে ,দেখ ফিরে সব হিমুদের বসবাসে। আমার প্রিয় লেখক হুমায়ন আহমেদ স্যারকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।