প্রদীপ হালদার,জাতিস্মর। কোন এক মেয়ে
স্বপ্ন দেখে।
কোন এক ছেলে
তার কাছে এসে।
মধুর কণ্ঠে বলে
'ভালোবাসি তোমাকে। '
এই কথা শুনে
চমকে গিয়ে।
কাঁপতে কাঁপতে
মেয়েটি বললো তাকে।
'এইভাবে তাকে
পাওয়া যায় না ভালোবেসে।
সমাজের নিয়মে
বিবাহ বন্ধনে।
কেউ না কেউ আবদ্ধ হয়ে
ভালোবাসি জানাবে তাকে। '
'তুমি কেন নিয়ম ভেঙে
জানাতে এসেছো তাকে।
'
শুনে ছেলেটি বলে
ভালোবাসা ছিল না সমাজে।
কেনই বা বলবে মুখে
ভালোবাসি তোমাকে।
তোমার কথা শুনে
লজ্জা পেলাম নিজে।
বিবাহ বন্ধনের আগে
ভালোবাসা নয় কাউকে।
এই কথা বলে
ছেলেটি গেলো চলে।
ঘুম ভেঙে মেয়েটি দেখে
দাঁড়িয়ে ছেলেটি তার সামনে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।