আমাদের কথা খুঁজে নিন

   

স্মরনের দিন - যেন ভুলে না যাই ( Remembrance Day –Lest we forget )

প্রবাসী আজ ১১ই নভেম্বর আমেরিকা কানাডা সহ কমনওয়েলথভুক্ত দেশ সমুহে দেশের জন্য যারা জীবন দিইয়েছেন তাদের স্মরন করার দিন বা Remembrance Day । যদিও এই দিন আমেরিকাতে উদযাপিত হয় “Veterans’ Day” হিসাবে। বৃটিশ কমন ওয়েলথ ভুক্ত দেশগুলোতে ১১ই নভেম্বর তারিখে বেলা ১১টার সময় সমস্ত নাগরিক এক বা দুই মিনিট নীরবতা পালন করে স্মরন করেন সেই সমস্ত শহীদদের যারা দেশের জন্য জীবন দিয়েছেন। ১১-১১-১১ এর প্রথম ১১হল এগারোতম মাস বা নভেম্বর, পরবর্তী ১১হল ১১ তারিখ আর শেষ ১১ হল বেলা ১১টা। কেন ১১ই নভেম্বর- ১৯১৮ সালের ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের অস্ত্রবিরতি চুক্তি হয় বেলা ১১টায়, যদিও প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় ১৯১৯ সালের ২৮শে জুন ভার্সাই চুক্তির মধ্য দিয়ে।

১৯১৯ সালের ৭ই নভেম্বর রাজা ৫ম জর্জ ১১ ই নভেম্বরকে যুদ্ধে নিহত শহীদদের স্মরন করার দিন হিসেবে চালু করেন। পপি বা আফিমের ফুল রিমেম্বারেন্স ডে’র প্রতীক। নেপোলিয়ানের যুদ্ধে নিহত সৈনিকদের কবরের উপর জন্ম নেওয়া পপি বা আফিম ফুলের বাগানের উল্লেখ করেন কোন এক লেখক। ১৯১৫ সালের বেলজিয়ামের ফ্লান্ডার্স এ নিহত সহযোদ্ধার কবরের উপর গজানো লাল পপি ফুল দেখে কবিতা লেখেন কানাডিয়ান সৈনিক লেঃ কর্নেল জন ম্যাকরে ( Lt.-Col. John McCrae ) । লাল পপি ফুল যেন সৈনিকের তাজা রক্ত।

স্মরন করার দিন এবং আমরা- আমরা ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবসে স্মরন করি ভাষা শহীদদের, ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে ,১৬ই ডিসেম্বর বিজয় দিবসে আমরা মুক্তিযুদ্ধের শহীদদের স্মরন করি। কিন্তু শুধুমাত্র শহীদদের স্মরন করতে রিমেম্বারেন্স ডের মত কোন দিন কি আমিরা নির্ধারন করতে পারি? ঐ দিন আমরা স্মরন করব মুক্তিযুদ্ধের শহীদদের । অনুকরন না করি অনুসরন তো করতে পারি আমরা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.