আমাদের কথা খুঁজে নিন

   

দয়া করে পোষ্টটিকে স্টিকি করুন (অক্সিজেন)

মানুষ মানুষের জন্য..... আর তাই মানুষের সাথেই ছিলাম... আছি... থাকব... যে করে অক্সিজেন দেওয়ার কথা ভাবছি আমরা, এটা ব্যয়সাপেক্ষ, আর আটকদের সবার হাতে পৌঁছানোও খুব কঠিন। এরচেয়ে দোকান থেকে একটা ব্লোয়ার কিনুন, একটা সুতির গামছা আর একটা দীর্ঘ ২ ইঞ্চি ব্যাসের রবার হোস নিয়ে সাভারে ধ্বংসস্তুপের কাছে যান। ব্লোয়ারের সাকশন সাইডে গামছাটা বাঁধুন, এটা এয়ার ফিল্টারের কাজ করবে। ডেলিভারি সাইডে রবারের হোসটাফিট করুন। হোসের যে মাথা আটকদের কাছে পৌঁছাবে, সেখানে ১ ফিট পর পর সুঁই দিয়ে ছিদ্র করে দিন তিন চারটা করে।

তারপরবাতাস ব্লো করুন ভেতরে। এভাবে বাতাস ব্লো করলে ভেতরে ধূলা উড়বে ন ফ্রেশ বাতাস যাবে, বদ্ধ বাতাস সরে যাবে। বাতাসের ২১% অক্সিজেন। ট্যাঙ্কে করে অক্সিজেন দিতে হবে না। সেই টাকা দিয়ে ওষুধ, ব্যান্ডেজ এসব কিনে এনাম হাসপাতালে দিন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।