আমাদের কথা খুঁজে নিন

   

যন্ত্রমানবের অন্যজীবন

---- পূর্বানুমতি ছাড়া এ ব্লগের কোন লেখা সম্পূর্ণ অথবা আংশিক কপি, এডিট করে কপি , পূনর্মুদ্রণ নিষিদ্ধ ---- “নাহ! আর ভাল লাগছে না” বছরখানেক পর হাতে কটলারের বইটা নিয়ে ভাবতে লাগল নাফিস। এক বিবিএ শেষ করতে না করতেই আবার এমবিএ এর প্যারা শুরু। ইস্ট ওয়েস্ট এর দিনগুলোর কথা মনে পড়ে গেল। সারাদিন মহাখালির অলিতে গলিতে আড্ডা। খুব মজার ছিল সেই দিনগুলো।

আর এখন তো মাছের আড়তের পিছনে ইউনিভার্সিটি। মন আর এখন টানেনা আগের মত। মাঝে মাঝে বন্ধুদের ডাকে সাড়া দিয়ে যাওয়া হল, কিন্তু ব্যস্ত জীবনে হাফ ছেড়ে বাঁচারই বা সময় কই ? সারাদিন খালি কাজ, কাজ আর কাজ। আর কাজের ফাঁকে যা সময় পাওয়া যায় তা বাসা আর তিতীর্ষার জন্য। তিতীর্ষার সাথে পরিচয়টা হয় ইউনিলিভারের ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামে ইন্টারভিউতে।

আইবিএ গ্র্যাজুয়েট । গ্রুপ ডিস্কাশনে একই গ্রুপ এ পড়ায় খাতির টা কেন যেন বেশ তাড়াতাড়িই জমে যায়। পরে দুজন একসাথেই ঢুকে ব্রিটিশ-আমেরিকান ট্যোবাকোতে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে। দুজনেরই পোস্টিং হয় হেড অফিসে। সেখান থেকে ঘনিষ্ঠতার শুরু।

মনের দেয়া নেয়াটা হয়ে যায় ব্র্যাক সিডিএম এর এক সপ্তাহের ট্রেনিং এ। নাফিসের জীবন বলতে এখন সকালে উঠে দৌড়াতে দৌড়াতে মহাখালি যাওয়া সারাদিন যন্ত্রমানব হয়ে সারাদিন কলুর বলদের মত খাটা, অফিস থেকে ক্লাস থাকলে ক্লাসে যাওয়া , নইলে রাত ৯টা-১০টায় বাসায় ফিরে ডিনার করে ওর সাথে কিছুক্ষণ গল্প জমিয়ে ঘুমিয়ে পড়া । আর শুক্র-শনিবার সারাদিন বাসায় শুয়ে বসে কাটিয়ে দেয়া। কিন্তু কোথায় যেন কি একটা নেই! একই বিল্ডিং এ দুই ফ্রোর এ বসে দুইজন, লাঞ্চও করে একসাথে। তারপরও যেন কিছু একটা ফাঁকা থেকে যায়।

ছুটির দিনে সময় পেলে বেরিয়ে পড়ে অজানার অনুসন্ধানে, দিনান্তে তারপরও ছবির কোথায় যেন তুলির একটুখানি আঁচড় বাকি রয়ে যায়। ভাবতে ভাবতেই তিতীর্ষার ফোন এল নাফিসের ফোনে। রাত বাজে পৌনে বারটা। ফোনটা ধরতে ধরতে নাফিস ভাবল “জীবনের জন্য চাকরি, চাকরির জন্য জীবন নয়। চাকরির যতটাই বেজে উঠুক না কেন, দুজনার যেন বারোটা না বাজে।

দুটি মনের মিলে এ জীবন যেন হয়ে উঠে অন্য যে কোন জীবনের চেয়েও আনন্দময়” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।