আমাদের কথা খুঁজে নিন

   

‘এ্যাকুরিয়াম নবান্নে’ নবান্ন বাঁচে না

এসো মিলি সবে নবান্ন উৎসবে—এ আহ্বানকে প্রধান করে রমনার বটমূলে বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হবে নবান্ন উৎসব ১৪১৯।" “রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ এ তথ্য জানায়।” --------------------------------- রমনার বটমূলের এ আয়োজনে কি কোন কৃষক থাকবে,থাকবে কি ধানের ঘ্রাণ মাখা কোন কৃষানী ? নিশ্চই নয়। কবিতা-গল্পের সেই নবান্ন বহু আগেই উধাও হয়েছে গ্রাম থেকে , নবান্ন উৎসবই যদি করবেন একটু কষ্ট করে গ্রামে যান,গভীর গ্রামে, যেখানে অনেক খোলা মাঠ আছে,আয়োজন হোক সেখানে। গ্রামের মানুষ জানুক নবান্ন উৎসব বলে গ্রাম বাংলায় এককালে উৎসব ছিল। এ্যাকুরিয়াম নবান্নে নবান্ন বাঁচে না, আরও কিছু লাগে। নাগরিক সভ্যতা গ্রামকে সেগুলো ফিরিয়ে দিক, তাহলেই,---- “ আবার জমবে মেলা বটতলা-হাটখোলা, অঘ্রাণে নবান্নের উৎসবে, সোনার বাংলা ভড়ে উঠবে সোনায়, বিশ্ব অবাক চেয়ে রবে।” “

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।