ইসরাইলের এক উপত্যকায় খোঁজ মিলেছে প্রায় সাড়ে আট হাজার বছর আগের একটি গুহা। গুহাটির বিশেষত্ব হল, এই গুহাতে গোপনে প্রেম করতেন সে সময়ের নারী-পুরুষরা। নব্য প্রস্তর যুগের এই গুহাটিতে মিলেছে বেশ কিছু শিল্পকর্মের নিদর্শন, যা নিশ্চিত করে সেখানে প্রণয়ঘটিত ব্যাপারে নারী-পুরুষরা লোকচক্ষুর আড়ালে মিলিত হতেন। আশ্চর্য ব্যাপার হল, গুহাটিতে এক ঊর্বশী নারী ও মধ্য বয়সী পুরুষের কংকালসারও পাওয়া গেছে। এতে করে প্রণয়জনিত ব্যাপারটি আরও স্পষ্ট হয়ে উঠেছে। সেই সময়ের জীবন পদ্ধতির পর্যালোচনা করেও গুহায় লুকিয়ে দেখা-সাক্ষাতের বিষয়টি জানা গেছে। ইসরাইলের পুরাকীর্তি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান জানিয়েছে, উত্তর গ্যালিলি অঞ্চলের জেজরিল উপত্যকায় এই গুহাটির সন্ধান পাওয়া গেছে। ওই সময়ের আরও কিছু গুহাও আবিষ্কৃত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবরের সূত্র এই লিংকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।