আমার অনুভব লেখনীতে নয়, রঙ এর ক্যানভাস এ আঁকা তারপর ও লিখতে চাই নিয়ন আলোর মতো হলুদ গন্ধে বিভোর এই শহর......টুপ টুপ করে ঝরে পড়া রাতগুলোয় শিশিরের শব্দ ও মিলিয়ে যায়........ব্যস্ত,ব্যস্ততম মানুষ।মানুষের মনের অলিতে গলিতে হেঁটে যায় সুখ...দুঃখ..আনন্দ..স্মৃতি.....।তবু ও একিরকম রাত..রাতের ঘুম...মন খারাপ করা সময়...শুধু মানুষ বদল।সেই কালো পিচে হলুদ আলোর বিচ্ছুরণে হাজার যন্ত্রযানের চিৎকারের ভেতর মানুষের হাহাকার ও চাপা পড়ে যায়।চাপা পড়ে যায় অনুভব।জীবন একটা দৌড় এই দৌড়ে যে জেতে তারই সব....সেই সব পাওয়াদের বিজয়ী................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।