People Love Entertainment Not The Entertainer আমার yahoo অ্যাকাউন্ট হ্যাক হইছে। । গতকাল Taiwan থেকে আমার একজন বন্ধু (চিনকো - Taiwanese) ফোন করে বলল, আমাকে কিভাবে টাকা পাঠাবে?? । আমি তো আসমান থেকে পড়লাম। আবে হালায় কয় কি? তখন ও আমাকে আমার e-mail চেক করবার কইল।
mail চেক করে আমার চক্ষু ছানাবড়া।
এই mail দেখার পর থেকে আমি দিশেহারা।
এই ID কত শত সিভি পাঠাইছি। আজ তারা আমাকে ফকির ভাবতাসে। যারা আমাকে চাকরি দেবার জন্য ভাবছিলেন তারা এখন কি ভাবতেছেন তাই ভেবে আমি পাগলপারা।
বন্ধুরা কে কোথায় আছিস আমারে বাঁচা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।