আমাদের কথা খুঁজে নিন

   

মাত্র ৫০০ টাকায় অ্যাডসেন্স অ্যাকাউন্ট ! Non Hosted অ্যাকাউন্ট ।

সবাই কে সালাম জানিয়ে শুরু করছি আজকের টিউন । আমরা কম বেশি অনেক গুগল অ্যাডসেন্স এর কথা শুনেছি । এখন কার সময়ে বাংলাদেশ থেকে গুগল অ্যাডসেন্স পাওয়া অনেক কঠিন । তাই আমাদের অনেকের অনেক ভালো ব্লগ হয়ে ও গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়া যায় না । আবার অনেকের ব্লগ অনেক ভিজিটর কিন্তু অনেক চেষ্টা করেও সে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাচ্চে না ।

আপনারা হয়ত জানেন গুগল অ্যাডসেন্স বিশ্বের এক নাম্বার ব্লগিন করে আয়ের সুযোগ । কিন্তু এই টা আমারা কয় জনে পাই । অনেকে বলে গুগল অ্যাডসেন্স সোনার হরিণ আসলেই তাই । এখন থেকে আপনি অনেক টাকা আয় করতে পারেন । আমি যেভাবে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট দেব সেটা তে কোন ওয়েবসাইট কোন টাকা কাটবে না ।

একদম একটা সাধারণ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এর মতো । আবার এখন কার সময়ে অনেকে গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট ২ হাজার টাকা দামে সেল করে এতো টাকা আমাদের মতো মানুষে দেওয়া সম্ভব না । তাই আমি আপনাদের কথা চিন্তা করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করে দিব মাত্র ৫০০ টাকায় । আমি আপনাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট টি দিব সেটি Non Hosted । এটা আপনি যে কোন সাইট / ব্লগ এ ব্যবহার করে আয় করতে পারেন ।

আমি আপনাদের নাম , ঠিকানা অনুসারে আপনাদের জন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে দিব । আপনারা হয়ত জানেন গুগল সব চেয়ে সেরা একুই ভাবে গুগল অ্যাডসেন্স ও সবার সেরা । এখানে আপনারা আমাকে বিকাশ এর মাধ্যমে টাকা দিতে পারেন । তবে এটা ১০০ % sure থাকেন যে আপনি যদি ৫০০ টাকা আমাকে দেন তাহলে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাবেন । তাহলে আর দেরি না করে যোগাযোগের ঠিকানা গুলো দিয়ে দেই ।


আপনি আমাকে ফেসবুক এ ফ্রেন্ড করে নিয়ে আমাকে একটা মেসেজ দিবেন । তাহলে আমি আপনার উত্তর দিবো এবং আপনার জন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা শুরু করব । আপনি যেই payee name দিবেন সেটা দিয়ে করব আপনি যেই address দিবেন আমি সেই address দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করব । ফেসবুক এ সব কথা হবে এবং আমি আপনার জন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে ফেললে আপনি আমাকে টাকা দিবেন এর আগে না । OK ?
আমার ফেসবুক ID
দয়া কে এই পোস্ট টি ডিলিট করবেন না এবং কোন গালি দিবেন না ।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.