আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে "FUCK bangladesh" নামে এই গ্রপের বিরুদ্ধে আসেন সবাই রিপোর্ট করি কিংবা ঐ পেজে প্রতিবাদ করি

রাজনীতিবীদদের ঘৃণা করি--- আজ হঠাৎ পেজটি দেখলাম। হয়ত ভারতীয় কারো তৈরি। বাংলাদেশ, বাংলাদেশের মানুষ আর স্বাধীনতার বিরুদ্ধে কিভাবে লিখছে দেখুন নিজেরায়। ওখানে যা লেখা আছে তার কিছু দিলাম এখানে: "Indian army যোদি বাংলাদেশকে attack করে | তাহোলে পুরো দেশ দখোল কোরতে লাকবে 27 মিনিট |" "1971 in bangladesh, 3,843 Indian সেনা শোহীদ হন,9,851 সেনা নিখোজ হন | 1971 সানের আগে আমার যানা মতে কোন দেশ, কোন দেশকে রক্ত ,আর্থ ,রসোদ(অস্ত্র, খাবার... etc) দিয়ে সাহায্য করেনি | কারযোত বংলাদেশ আজাকে তা অসিকার করে |এই হোল এদের স্বাধীনতার চেতোনা |" "একটা গেরুর জন্ম হোলে যেমন তার মাথায় শিং হবেই | তেমনি বাংলাদেশে কোন শিশু জন্ম হোলে অসৎ হবেই| এটি একটি জাতীয় সত্য" গ্রুপটার লিংক: Click This Link যেভাবে রিপোর্ট করবেন, আমি ধাপে ধাপে দেখাচ্ছি- সাবধান: LIKE এ ক্লিক করবেন না। প্রথমে MESSAGE অপশনের পাশে ক্লিক করুন, এবং REPORE PAGE এ ক্লিক করুন নীচের ছবির মত: তারপর, It shouldn't be on Facebook এইটা সিলেক্ট করে Continue করেন: এরপরের ধাপে Hate Speech সেলেক্ট করে নীচের ড্রপ ডাউন মেনু থেকে Targets a race or ethinity সিলেক্ট করে Continue করেন: এবার নীচে Report to Facebook এ ক্লিক করে সিলেক্ট করুন তারপর Continue করেন: এরপর এমন একটা মেসেজ পাবেন: আমি জানিনা রিপোর্ট করলে কাজ হবে কিনা। সবাই মিলে করলে হয়ত হবে। আর আপনারা এইখানে মেইল করতে পারেন: , এইটা বিটিআরসি এর সাইবার ক্রাইম ইউনিটের ই-মেইল। আর হ্যাকার কেউ থাকলে পেজটা হ্যাক করতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.