আমাদের কথা খুঁজে নিন

   

পাঠান নামা

কিছুদিন আগে আমি কাতারে গিয়েছিলাম। সেখানে বিভিন্ন দেশ-জাতি নিয়ে বিভিন্ন প্রকার হাসির গল্প প্রচলিত আছে। আমার কাছে সবচেয়ে বেশী মজাদার মনে হয়েছে পাঠানদের গল্প। সবার সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না তাই লিখছি- চার পাঠান বন্ধু। টেইলারের কাজ করে।

তাদের নিজস্ব দোকান। দোকানটি দুই তলায়। ভালই চলছিল তাদের ব্যবসা। তাদের মধ্যে এক বন্ধু হঠাৎ এসে বললো, টেইলারের কাজ বাদ দিয়ে তারা যদি গাড়ীর গ্যারেজ করে তাহলে অনেক লাভ হবে। যেমন কথা তেমনি কাজ।

তারা টেইলার শপ বন্ধ করে গাড়ীর গ্যারেজ করলো। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায় তাদের কাছে কোন কাষ্টমার গাড়ী ঠিক করাতে আসেনা। কেন ? কারণ তাদের গ্যারেজ তো দুই তলায়। এরপর, এই ব্যবসা বন্ধ করে তারা সিদ্ধান্ত নিল যে, তারা একটা ট্যাক্সি ক্যাব কিনবে এবং ভাড়ায় চালাবে। যেই কথা সেই কাজ, ট্যাক্সি কেনা হলো।

সারাদিন ট্যাক্সি শহরের রাস্তায় রাস্তায় ঘোরে কিন্তু কোন যাত্রী ওঠেনা। কেন ? কারণ তারা চারজনই ট্যাক্সি ক্যাবের মধ্যে বসে থাকে। অবশেষে, তারা সিদ্ধান্ত নিল যে, আর ব্যবসা না। ক্যাব সমুদ্রে ফেলে দিয়ে তারা আগের মতো টেইলারের কাজই করবে। চারজন মিলে ক্যাবটাকে সমুদ্রের পাড়ে নিয়ে ধাক্কা দিয়ে ফেলার চেষ্টা করতে লাগলো কিন্তু ক্যাবতো সমুদ্রের মধ্যে ফেলানো যাচ্ছে না।

যাবে কিভাবে ? তারা চারজন চারদিক থেকেই একসাথে ধাক্কা দিচ্ছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।