আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দর কিছু সম্পর্কে পৃথিবীটাকে করি আরও সুন্দর

পুরো পৃথিবীটাই মায়ার বেড়াজালে আবদ্ধ। এই মায়ার বেড়াজালের ভীতরেই রয়েছে সকল সুখ-দুঃখ । এই বেড়াজাল এর বাইরে যেতে ইচ্ছে করে। কারন এর বাইরে সুখ আছে কিনা জানি না তবুও যেতে ইচ্ছে করে এইভেবে যে অন্তত সেখানে কোন দুঃখ তো নেই । “ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক চলে রেলগাড়ি সেই গাড়িতে চড়ে আমি যাব মামা বাড়ি” আমার ক্ষেত্রে বিষয়টা ছিল পুরোপুরি উল্টো।

আমি মামার বাড়ি থেকে ফিরছিলাম নিজের বাড়ি। ঈদ এর পরের ঘটনা। ঈদ এর পরেরদিন তাই তুলনামুলক ভিড় কম। টিকেট কাটা ছিল ,সিট পেতেও সমস্যা হয়নি। সিটে বসে কানে এয়ারফোনটা লাগিয়ে জানালার বাইরের সবুজ শ্যামল দৃশ্য দেখতে দেখতে হারিয়ে গেলাম কল্পনার জগতে।

আর কিছুক্ষণ পরপর কড়া চোখে আশেপাশের সবাইকে দেখতে লাগলাম। এটা বুঝাতে চাইলাম যে চোর বাবা তুমি সাবধান আমি কিন্তু ঘুমাই নাই । তখনই খেয়াল করলাম আমার সামনের সিটদুটিতে একটি ফ্যামিলি বসে আছে। মা বাবা আর মায়ের কোলে ছোট্ট মিষ্টি একটা মেয়ে। আর সিটগুলোর পাশে নিচে বসে আছে বৃদ্ধা এক মহিলা , একটি ছোট মেয়ে আর তার পাশেই দাড়িয়ে আছে ১৪/১৫ বয়সের একছেলে।

কথাবার্তা শুনে বুঝতে মোটেও কষ্ট হল না যে ছেলে, ছোট মেয়ে আর বৃদ্ধা মহিলা একই পরিবারের। ছোট্ট মেয়েটি মায়ের কোল থেকে নেমে বার বার অপর মেয়েটির সাথে কথা বলতে চায় । কিন্তু তার মা মানা করে কথা বলতে। কিছুক্ষণ পর মা আর না করে না । কথা বলতে বলতে মেয়ে দুইটির মাঝে খুব ভাল সম্পর্ক হয়ে যায়।

ছোট্ট মেয়েটি সুন্দর ভাষায় কথা বলে আর অপর মেয়েটি তাদের স্থানীয় ভাষায় কথা বলতে থাকে। মেয়েটির কথা না বুঝতে পেরে ছোট্ট মেয়েটি বার বার মাকে জিজ্ঞেস করতে লাগলো , “মা ও এমন করে কথা বলে কেন?” পরে তারা একসাথে সিটে বসে কথা বলতে বলতে যেতে থাকে গন্তব্যে। মেয়ে দুইটি খুব ছোট বলে শুধুই ভালোবাসাটাই বুঝতে পেরেছে আর কিছু না। তাইতো এই ক্ষুদ্র সময়ের ভ্রমনে এত সুন্দর একটি সম্পর্ক সৃষ্টি হতে পেরেছে। কিন্তু বাস্তবতা ভিন্ন।

কিছু অসাধু, খারাপ মানুষের খারাপ কাজের জন্য মানুষ এখন যাত্রাপথে কাউকে বিশ্বাস করে না। কেউ আগবাড়িয়ে কথা বললে তাকে সন্দেহের চোখে দেখা হয়। যদি এমন না হতো তাহলে কাছের দূরের যাত্রায় এই রকম ছোট বড় হাজারো সম্পর্কে আমাদের ভ্রমণ হতো মজার, পৃথিবীটা হতো আরও সুন্দর। কিন্তু তা না হয়ে এখন সবাই চুপচাপ সতর্কতার সাথে চলাচল করে, কেউ কেউ থাকতে না পেরে কথা বলা শুরু করেই দেয়, কেউ কেউ আমার মত কল্পনার জগতে হারিয়ে যায় গন্তব্যে ফেরার লক্ষ্যে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.