যখন আমি কোন সমস্যায় পড়ি তখনি এখানে লিখি আমি ইংলিশে খুব কাচাতো তাই নিজেই বানালাম একটা প্রোগ্রাম । তবে সমস্যা হলকি যে আমি যেহুতু ডেস্কটপ সফটওয়ার বানা তে পারিনা। হালকা একটু HTML, PHP MySQL CSS এর জ্ঞান আছে তা দিয়েই বানিয়ে ফেললাম।
আর যেহেতু আমি একেবারেই নতুন তাই অনেক ভূল থাকতে পারে। তবুও সাহস করে করে ফেললাম।
এটা আপাতত একজনের ব্যাবহারের উপযোগী করে তৈরী করা হয়েছে। তবে একটু চেষ্ট করলেই এতে মাল্টি ইউজার সমৃদ্ধ করা যাবে।
এটা মুলত ইংলিশ শেখার জন্য আমার নিজের তৈরী একটা প্রোগ্রাম।
আপনি প্রতিদিন কিছু নতুন ইংলিশ ওয়ার্ড শিখেন কিন্তু প্র্যাকটিসের অভাবে সেগুলো প্রায়ই ভুলে যান। আমি আমার এই প্রোগ্রামের সাহায্যে সেই প্র্যাকটিসের ব্যবস্থাই করার চেষ্টা করেছি।
এখানে Insert নামে একটি বাটন রয়েছে যার সাহায্যে আপনি নতুন কোন শব্দ যুক্ত করতে পারেন।
আপনি যখনই কোন শব্দ যুক্ত করবেন সেটি ডাটাবেসে যুক্ত হয়ে যাবে। এভাবে আপনি প্রতিদিন কিছু কিছু শব্দ যুক্ত করবেন। এরপর আসে প্র্যাকটিসের বিষয়টি। যার জন্য আমি এটি বানিয়েছি।
আপনি যখন প্রোগ্রামে প্রবেশ করবেন দেখবে স্টার্ট টেস্ট নামে একটি বাটন রয়েছে। এটিতে ক্লিক করুন দেখবেন আপনি যে শব্দগুলো যুক্ত করেছেন সেগুলো থেকে একটার পর একটা আপনার সামনে উপস্থিত হচ্ছে। আপনি শব্দ যুক্ত করার সময় Bangla এর ঘরে যেটি লিখেছিলেন সেটি উপরে আসছে আর নিচে একটি ইনপুট বক্স রয়েছে। সেখানে আপনাকে English এর যায়গায় যেটি লিখেছিলেন সেটি লিখতে হবে। আপনি যদি সঠিক উত্তর দেন তাহলে আপনাকে জানিয়ে দেবে যে আপনার উত্তর সঠিক।
আর যদি ভুল হয় তাহলে সেটিও আপনাকে জানিয়ে দেবে। সাথে সাথে সঠিক উত্তরটি কি হত সেটিও দেখানো হবে। এভাবে আপনি সহজেই প্র্যাকটিস করতে পারবেন।
আপনার সামনে প্রশ্নগুলি আসবে র্যান্ডম ভাবে। অর্থাৎ কোন সিরিয়াল থাকবেনা।
কিন্তু কোন শব্দই এক সাইকেল পুর্ন হওয়ার আগে দুবার আসবেনা। অর্থাৎ আপনার সামনে প্রতিটি শব্দই আসবে কিন্তু কোন সিরিয়াল না মেনে। ফলে আপনার খুব ভাল ভাবেই প্র্যাকটিস হবে।
আবার আপনার যখন কোন শব্দ মুখস্ত হয়ে যাবে তখন সেটি বাদ দেওযার ব্যাবস্থাও আছে। আমি ডিফল্ট ভাবে ঠিক করে দিয়েছি যে যদি কোন শব্দের উত্তর আপনি পর পর ২০ বার সঠিক উত্তর দিতে পারেন তাহলে সেটি আপনার মুখস্থ হয়েছে বলে ধরে নেওয়া হবে।
আর যেটি মুখস্থ হয়ে যাবে সেটি আর আপনাকে জিজ্ঞাসা করা হবেনা।
আর আপনি যখনি কোন ভূল উত্তর দিবেন তখন সেটি চিহ্নিত হয়ে থাকবে। এমন কি আপনি সর্ব শেষ পরীক্ষা দেওয়ার সময়ে কোন ওয়ার্ডে কি ভূল করেছিলেন সেটিও সংরক্ষিত হয়ে থাকবে।
তো বেরিয়ে আসুন একবার আমার প্রোগ্রাম থেকে।
. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।