আমাদের কথা খুঁজে নিন

   

ধুমপান ছাড়ার দশ বছর পূর্তি

Tomorrow is Ours ছাত্র জীবন থেকেই ধুমপানে আসক্ত হয়ে পড়েন মোবাশ্বের। উন্নয়নকর্মী হিসেবে পেশাগত জীবন শুরু করেন। এখানে এসেই বুঝতে পারেন ধুমপান করার জন্য অনেকেই তাকে এড়িয়ে চলেন, বিশেষ করে মেয়েরা। কারন হিসেবে আবিস্কার করেন, ধুমপানের পর শরীর থেকে তীব্র গন্ধ বের হয়ে যা তার নারী সহকর্মীকে বিব্রত করে। একই রুমে বসতে হয় বলে, তাকে অনেকবার অপ্রস্তত হতে হয়েছে।

তখন সমাধান হিসেবে তিনি পারফিউমকে বেছে নিলেন। সব সময় পারফিউম সাথে রাখতেন, সিগারেট খেয়েই পারফিউম মেখে রুমে প্রবেশ করতেন। তাতে শুরু হলো আরেক বিব্রতকর অবস্থা। অনেক নারী সহকর্মী আবার পারফিউম সহ্য করতে পারেন না। ধীরে ধীরে তিনি নারী সহকর্মীদের চক্ষুশূলে পরিনিত হলেন।

তিন এ থেকে মুক্তির উপায় খুজতে থাকলেন। প্রতি রমজানে তিনি ধুমপান ছাড়েন আবার ঈদে শুরু করেন। এরকম চলছে কয়েক বছর। পরবর্তীতে তিনি ২০০২ সালের রমজানে ঠিক করলেন তিনি আর ধুমপান শুরু করবেন না। প্রথমে ভেবেছিলেন তিনি পারবেন না।

বন্ধুরাও বাজী ধরেছিল সে পারবে না। কিন্তু গত দশ বছর ধুমপান না করে তিনি প্রমান করেছেন তিনি আসলেই একজন চ্যাম্পিয়ন। মোবাশ্বের এখন প্লান বাংলাদেশে কাজ করছেন। আসুন এই বীরকে আমরা সেলুট করি। http://www.facebook.com/islamsmm ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।