আমাদের কথা খুঁজে নিন

   

শবযাত্রায় যাবোই যখন

আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D শবযাত্রায় যেতেই হবে, সময় হয়ে এলো আমরা এবার সঙ্গী হবো - রাত বড় হুল্লোড়ে বললো ডেকে, 'কোমর বাঁধো, কাঁধের উপর ভারী বোঝাটি নাও, পা মিলিয়ে, সাবধানে সাবধানে' ভঙ্গপ্রবণ আলোর নীচে দল বেঁধেছি যারা আমরা, যারা আগুন দেখে বিস্মৃতিকে চিনি মেঘের আকাল, পড়শি, স্বজন, বিস্তৃত জোছনাকে আলাদা সব নাম দিয়েছি মতে, মতান্তরে বিস্মৃতিকে দেখছি যখন বুকের ভেতর কাঁটা অনভ্যাসে ছিঁড়ছে প্রবল – এমন আয়োজনে আমরা যারা সঙ্গী হবো, আমরা তো প্রস্তুতই পা মেলাতে শ্মশানমুখী সময় হয়ে এলে কিন্তু যখন রাত বেড়েছে অসহ্য হুল্লোড়ে আদিখ্যেতার জোছনা জুড়ে মেঘের গড়িমসি আমরা, যারা পড়শি-স্বজন, আমরা যারা যাবো সবাই যেন পথ ভুলেছি উঠোনে চৌকাঠে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।