" বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে " বন্যতার চরম সীমায় জয়া আহসান। তার আগের সব কিছুকে ছাড়িয়ে এক নতুন সীমানার, নতুন উচ্চতায় নিজেকে নিয়ে যেতে পারেন এই ছবি দিয়ে। যদিও ছবির কাজ এখনো শেষ হয় নি, কিন্তু এই ছিনেমায় জয়ায় ড্রেস আপ, লুক যাই বলি না কেন সব অস্থির। একেবারে কোপাকুপি অবস্থা।
জয়া এই অ্যাকশন-সায়েন্সফিকশন সিনেমায় চোরের ভূমিকায় অভিনয় করেছেন।
মারুফ হাসান পরিচালিত ছবিটির শুটিং চলছে উত্তরার কুলারটেকে।
ছবি সম্পর্কে জয়া আহসান বলেন, ‘পারলে ঠেকা আমার সপ্তম সিনেমা। আমি প্রতিনিয়ত নিজেকে অতিক্রম করতে চাই। সিনেমায় আমি চোরের ভূমিকায় অভিনয় করছি। বিস্তারিত এখনি বলছি না তাহলে সিনেমার মজাটা নষ্ট হয়ে যাবে।
এটুকু বলতে পারি এ সিনেমায় পরিচালক সম্পূর্ণ ভিন্ন ভাবে আমাকে উপস্থাপন করছেন’।
এই ছবির দুটি গানের লাইন শুনুন ভয় পাইয়া যাবেন …(নাম- জংগলের ডাক)
“কইলজায় সাউন্ড করছে জংগলের ডাক
ডারলিং আজ আমাক জিন ভুতে খাক……”
আরো কিছু ছবিঃ
১। ভিলেনের সামনে সাহসী বাঙ্গালী নারী
২/ চাপাতি হাতে কোপানী বুড়ি
৩। লাগবা বাজি
৪। যা চাবে সব পাবে
৫।
জিম ক্যাম্নে করে শিইখ্যা নে শয়তান
৬/ ভয় পেয়ে লাভ নেই
৭/ পারলে ঠেকা
৮/ পারলে ঠেকা টিম
এখন দেখার বাকি আসলে কি নিয়ে আসছেন আমাদের জয়া আহসান। আশা রাখি চরম কিছু পাব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।