আমাদের কথা খুঁজে নিন

   

প্রজাপতিনী শুয়ে আছে

ঘুম থেকে উঠতেই দেখি বিছানায়, বালিশের পাশে সেই প্রজাপতিনী বসে আছে। আমার চোখের দিকে তার চোখ। চোখে চোখেই জিগাইলাম, কী...? পতিনীর প্রশ্ন, 'একা ঘুমোও, বালিশ কেন তিনটা?' একটা মাথার নিচে, কাত হয়ে শুই বলে একটা পিঠে লাগিয়ে রাখি। আর একটা তো সেই মহীয়সী কোলবালিশ, যাকে আমি আমার 'নার্স, আমি ঘুমোইনি' বইটা উৎসর্গ করেছি। প্রজাপতিনী কয়, 'এখন কী করব?' বললাম, 'শুয়ে পড়ো, আমার বুকের ওপর' পতিনী বাংলা সিনেমার নায়িকাদের মতো বলতে পারত, 'যা অসভ্য বা তুমি খুব দুষ্টু।' সে তা বলেনি। এখন, প্রজাপতিটা শুয়ে আছে, আমার বুকের ওপর। তার চাপে আমি বিছানা থেকে উঠতেই পারছিনে...খুব কষ্ট হচ্ছে গো...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।