আনন্দের মাঝে থাকতে ভালবাসি, ভালবাসা খুজে বেরাই........ গত বেশ কিছু দিন ধরে লক্ষ করছি যে আমাদের এই ব্লগ এ আগে কোন একটা সমস্যা শেয়ার করলে বড় ভাই থেকে শুরু করে অনেকেই তার সমাধান দেয়ার জন্য নেমে পরতেন। কিন্তু আজকাল প্রায় সবাই কেমন জেনো কেয়ার করি না ভাব বা আমার এতো কি দরকার, বা আরে আরো কত জন আছে এই মেন্টালিটি নিয়ে চলে। কোন একটা সমস্যা শেয়ার করলেও এর উত্তর পাওয়া প্রায় কঠিন। সিনিয়র ব্লগার দের ও আর আগের মতো দেখা যায় না। বেশির ভাগ ব্লগার ই শুধু ব্লগ পড়েই খুশি, নো রেস্পন্স।
আমার মতে এটা একটা পরিবারের মত। সবারই অংশগ্রহন থাকা উচিত।
অন্যদের কথা নাই বললাম, আমি নিজেই একটা পোস্ট দিয়েছিলাম যে আমি কমেন্টের উত্তর দিতে পারছি না, আর কিভাবে প্রিয়তে নিব জানি না। কিন্তু কোন রেজাল্ট পাই নাই। অনেকে ভাববেন এই জন্য ই এই পোস্ট।
আসলে না। অনেক দিন ধরেই জিনিস টা লক্ষ্য করছিলাম, আর শেয়ার করবো ভাবছিলাম, যারা নিয়মিতো ব্লগ পরেন, তারা আসা করি আমার সাথে একমত হবেন।
সামু ব্লগ আন্নান্য ব্লগ সাইট গুলির মধ্যে একটা সর্বাধিক জনপ্রিয় সাইট, এটা আমাদের কেই বহন করে নিয়ে যেতে হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।