আমাদের কথা খুঁজে নিন

   

প্রামান্যচিত্র নির্মাণ কথন

স্বপ্ন গুলো সত্যি হবে কিনা জানি না কিন্তু তবুও স্বপ্ন দেখে যাই... আমার নির্মিত প্রথম প্রামান্যচিত্র টি মুক্তি পেয়েছিল ঢাকা ৪থ আন্ত: শিশু চলচ্চিত্র উত্সব ২০১১ তে,জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রদর্শিত হয়েছিল। ছবির নাম ছিল 'আমার দেখা কলকাতা' । খুব সাধারন ভাবে হ্যান্ডই ক্যামে ধারন করা এবং বাসায় বসে এডিট করা ছবি। এই ছবিতেই আমি প্রথম ক্যামেরা চালাই এবং এডিট করি। এর আগে নির্মিত ফিকশন ছবি 'সন্ধিক্ষন' ছিল অনেক টা অনুপ্রেরনার মত।

১২ মিনিটের এই ডকুমেন্টারী বানাতে গিয়ে লক্ষ্য করলাম প্রামান্যচিত্র আদতে ফিকশন এর খুদা মেটাতে না পারলেও এর একটা আলাদা দাবি আছে। সাধারনত আমরা ডকুমেন্টারী বলতে বুঝি খুব সাদামাটা ভাবে তোলা ভিডিও . যেখানে ক্যামেরা বাম থেকে ডানে প্যান করবে দেন আবার বামে..কিছু ক্লোজ শট দেন একটি জুম আউট..ব্ল়া ব্ল়া ( বিটিভির সরকারী ডকুমেন্টারী দ্রষ্টব্য) এর পিছনে ভরাট কন্ঠে একজন বলে যাচ্ছে সেই সাথে ব্যাকগ্রাউন্ড এ বাজবে বহু পুরনো হাজার বার শোনা মিউজিক..যেটা আপনাকে ডকুমেন্টারী তা দেখতে বাধাগ্রস্থ করবে.বিরক্ত করে ফেলবে । আপনি দ্রুত চ্যানেল চেঞ্জ করে ডিসকভারি তে চলে যাবেন; দেন ঐখানেউ ডকুমেন্টারী দেখবেন তবে হা করে...সুধু তাই নয় বাসায় বিবি বাচ্চা থাকলে তাদেরও দেখতে বাধ্যও করবেন.. যাইহোক বিটিভির বাংলা ডকুমেন্টারীর পিছনে না লেগে আমরা ঝট পট দেখে নেই কি করে আপনি একটা পূর্ণাঙ্গ প্রামান্যচিত্র নির্মান করবেন ১.ডকুমেন্টারী নির্মানের সব চেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় ধরা হয় তা হলো ডকুমেন্টস বা তথ্য.এক্ষেত্রে বলে নেই আপনের ডকুমেন্টস যদি ঠিক না থাকে তবে বানানোর পরে অনেক সুক্ষ বেপারের জন্য আপনি মাঠে মারা পরবেন ! তাই গবেষণা করুন। পরিচালক কে গবেষণা করতে হবে এমন কোনো কথা নাই .গবেষক ভাড়া করতে পারেন..চুক্তি করে নিতে পারেন যে আপনের এই বিষয়ের উপর উনি গবেষণা করে একটা শর্ট নোট আপনাকে দিবে বিনিমযে যা দেবার দিবেন..এক্ষেত্রে সিনিয়র পড়ুয়া আপু (যাদের কেবল মাত্র লেখা পরা শেষ হইছে বিয়া হই নাই এবং লিখা পরা নিযে আছে) অথবা এমন কাওকে খোঁজ করুন যিনি ওই বিষয় নিয়ে অলরেডি কাজ করছেন। ভুলেউ্ শিক্ষিত বেকার কে  দিবেন না ,দিলে ডুববেন।

গবেষক কে বলুন নির্দিষ্ট বিষয় এর উপর সব বই যোগার করে ফেলতে। নোট লিখার সময় বই এর পেজ নাম্বার লিখে ফেলুন পরে কাজে দিবে । ২। যে বিষয় এর উপর নির্মাণ করবেন সে জায়গাটা ভাল করে ঘুরে আসুন। পারলে কিছু স্টিল নিয়ে ফেলুন।

অইখাঙ্কার মানুশের সাথে সক্ষতা গড়ে তুলুন । পারলে সেখানে কিছু দিন থাকতে পারেন। একটা ছোট ক্যামেরা যোগার করে ফেলুন। এক্ষেত্রে আমি ডিএসলআর অথবা 3ccd handy প্রেফার করি। মনে রাখবেন ক্যামেরা যত ছোট সাইজ হবে কাজ করে তত মজা ।

সত্যি কথা বলতে ভাল প্রামান্নচিত্র অনেক ক্ষেত্রে একটা বিরাট সময় দাবি করে বসে। তাই ছোট পরিসরে কাজ সুরু করুন। ৩। ৫ জনের বেশি দলে রাখবেন না । দলে দুই একটা মজার মানুস রাখুন।

কারন প্রামান্নচিত্র নির্মাণর সময় নানা সমস্যাই পরতে হবে। কেননা আপনি চাইলেই এখানে নিজের মত নিজের ঘরে বসে সেট বানিয়ে শট নিতে পারবেন না তাই মেজাজ ঠাণ্ডা রাখুন। রাস্তা ঘাটে অনেক উটকো ঝামেলা পোহাতে হতে পারে। তবে দমে যাবেন না। ৪।

আমার বাক্তিগত মত হল আপনি ক্যামেরা নিজে চালালে ভাল। ক্যামেরা ম্যান আপনাকে এক্ষেত্রে প্রায় অখুশি করতে পারে। আমার লাস্ট নির্মাণর সম্পাদনের সময় লক্ষ করি ক্যামেরা ম্যানের ভুল গুল। এখেত্রে প্রধান কারন হইত ছিল সে প্রামান্নচিত্র নির্মাণে তেমন আগ্রহী ছিল না। কারন এখানে তেমন লাইট নাই নায়িকা নাই ।

সুতরাং ইউনিট মেম্বার খুব সতর্কতার সাথে চুজ করবেন। ৫। প্রামান্নচিত্র নির্মাণে যে বিষয়টি আমাকে আগ্রহী করে তুলে তা হল প্রচুর স্টক শট ব্যাবহারে সুবিধা। আপনি ইচ্ছেমত শট স্টক করুন। দেন এডিট করতে বসে জান।

৬। ফিকশন ছবির প্রোডাকশন নামান খুব কঠিন হলেও সম্পাদনা অনেক সহজ বিশেষত একটা রাফকাট থাকে বলে কিন্তু সত্যি কথা হল প্রামাণ্যচিত্র নির্মাণ অনেক মজার হলেও পোস্ট প্রডাকশান রীতিমত ঝামেলার কাজ। তাই শুরুতে ক্যাপচার করার পরেই তা ল্যাপটপ আ নিয়ে নিন এবং একজন কে দায়িত্ব দিন শট বাছাই করতে। সারাদিন কাজ করে সন্ধায় এটা নিয়ে বসতে পারেন। আলাদা আলাদা ফোল্ডার করে ফেলুন।

সমস্যা হলে পরদিন শট নিতে পারবেন। মিনিডিভি ক্যাসেট এ শুট করলে ক্যাপচার করুন শট বাই শট। ঝামেলা কম হবে। ৭। খাবার এবং পানি নিয়ে সতর্ক থাকবেন।

নইলে খবর হয়ে যাবে ৮। এবার বলি প্রামান্নচিত্রের সবচেয়ে গুরুত্তপূর্ণ অংশ হল সাউন্ড। লাইভ সাউন্ড ভাল করে নিতে না পারলে বিশাল সমসসা। সো প্রি প্রডাকশান এ সাউন্ড নিয়ে ভাবুন এবং ভাবুন। সাউন্ড ক্যামন আসছে হেডফোনে মন দিয়ে শুনুন।

৯। নিজের আশে পাশের বিষয় নিয়ে না হয় বানিয়ে ফেলুন একটা প্রামানচিত্র। নির্মাণের পর প্রামাণ্যচিত্র ছড়িয়ে দিন সব খানে। পারলে একটা প্রিমিএর শো করে ফেলুন। ১০।

ভালকথা আপনের প্রামানচিত্রের ইংরেজি সাব টাইটেল করতে চেষ্টা করবেন। নিজে ইংরেজি ভাল না পারলে আপনের স্কুলের বা কলেজের ইংরেজি শিক্ষকের কাছে চলে জান। আশা করি উনি আপনাকে নিরাশ করবেন না। পরিশেষে ভাল ছবি নির্মাণের আগে বেশি বেশি ভাল ছবি দেখুন। এটি জাস্ট প্রামান্নচিত্রের উপর একটি ধারনা দেওয়ার চেষ্টা মাত্র।

কোন কিছু নিয়ে জানতে চাইলে প্রশ্ন করবেন আমি উত্তর দিতে চেষ্টা করব। সবাই ভাল থাকবেন। আসিফ খান সোহান স্বাধীন চলচ্চিত্রনির্মাতা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।