আমাদের কথা খুঁজে নিন

   

বুদ্ধিজীবি হত্যার মূল হোতা চৌধুরী মাইনুদ্দীন। পলাতক এই যুদ্ধাপরাধীকে নিয়ে প্রামান্যচিত্র।



বাংলাদেশে বুদ্ধিজীবি হত্যাযজ্ঞের মূল হোতা চৌধুরী মাইনুদ্দীন। নতুন প্রজন্মের জন্য একে চেনা গুরুত্বপূর্ন। এ বছরের শুরুর দিকে আইসিএসফোরামের মিডিয়া আর্কাইভে যোগ হয়েছে একে নিয়ে বৃটেনে তৈরি দুর্লভ একটি প্রামান্যচিত্র। ১৯৯৫ সালে ব্রিটেনের চ্যানেল ফোরে প্রচারিত হয় 'ওয়ার ক্রাইমস ফাইল: ডিসপ্যাচ' নামের এই অসাধারন প্রমানটি স্বাধীনতার পরে বাংলাদেশে থেকে পালিয়ে আসা কয়েকটা রাজাকার/আলবদর কিভাবে ব্রিটেনে বাসা গেড়েছে, ধর্মের ব্যাবসা ফেঁদেছে, তা নিয়ে। চৌধুরি এখন ব্রিটেনে পলাতক।

এই অপরাধী এখন ব্রিটেনের ইসলাম প্রচারের বিশিষ্টজন। বাংলাদেশের আলবদর বৃটেনে এসে হয়ে যায় ইসলাম প্রচারের নেতা। বাংলাদেশ আর কিছু না করতে পারে, রাজাকার রপ্তানী করতে পেরেছে। চ্যানেল ফোর এই ডকুমেন্টারি তৈরির পর পরেই চৌধুরী মাঈনুদ্দীনের তরফ থেকে এক আইনী হুমকির মুখে পড়ে। সুরাহা হয় এই শর্তে যে চ্যানেল ফোর এই তথ্যচিত্র পুনঃ প্রচার করতে পারবে না।

এখানে তাদেরই মুখোশ খুলে দেয়া হলো। সরাসরি ডাউনলোড করতে চাইলে... * মিডিয়াফায়ার লিংক থেকে ডাউনলোড করুন। ফাইল সাইজ ১৮২ মেগাবাইট। * ফরশেয়ারড লিংক থেকে ডাউনলোড করুন। ফাইল সাইজ 186.8 মেগাবাইট।

* টরেন্ট থেকে ডাউনলোড করুন। ফাইল সাইজ ১৮২ মেগাবাইট। রেপিডশেয়ার থেকে হাই কোয়ালিটি ডাউনলোড করুন। ৭০০ মেগা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.