আমাদের কথা খুঁজে নিন

   

PUBLIC দের স্মার্ট ও আনস্মার্ট শ্রেনীতে মূল্যায়ন। (বুদ্ধিভিত্তিক ভাবে)

চিন্তাশীল আলোচনা করতে চাই। সবার সহযোগীতা একান্ত কাম্য। অ্যাজাইরা পেচালের টাইম নাই। প্রথমেই "স্মার্ট" এর সংঙা দিই, "স্মার্টনেস" হলো একটা বিশেষন বা Adjective অর্থ্যাৎ একটা গুনবাচক স্বভাব। যেকোন সুচিন্তিত, সুপরিকল্পিত, একটা অর্থবোধ ইত্যাদি সমন্বয় করে যদি কোন কাজ করা হয় তবে সেটা "স্মার্ট" কাজ।

তাই একজন মানুষ যখন যেকোন সুচিন্তিত, সুপরিকল্পিত, একটা অর্থবোধ ইত্যাদি সমন্বয় করে যদি কোন কাজ করে তবে তাকে "স্মার্ট" বলি। এখন "স্মার্টনেস" এর একটা ভুল কনসেপ্ট বা ধারনা আমাদের মধ্যে প্রচলিত তা হলো আমরা মনেকরি "সালমান খানের" মত দেহ "রনবির কাপুরের" মত ফান আর "টম ক্রুজ" এর মত ড্রেস আপ করলেই "স্মার্ট" হওয়া যায়। আসলে আমাদের চিন্তা করে এবং বিশ্লেষন করে দেখতে হবে কেন সালমান খানের দেহ এত্ত জোস!!! উত্তর সে একজন পেশাদার এ্যাকশন হিরো তাই জোস!!! বডি না থাকলে কেউ তার ছবি দেখবে না। তাই অভিনয়ের জন্য সে তার বডি বিল্ডিং করতে করতে জীবনটা পার করে দেয়। কারন আপনি তো সিনেমার হিরো না।

আপনি কি পারবেন সালমান খানের মত বডি বিল্ডিং করতে করতে জীবনটা পার করে দিতে। সালমান খানের একটা সুচিন্তিত, সুপরিকল্পিত, একটা অর্থবোধ বিশিস্ট লক্ষ্য আছে আপনার আছে কি? যদি না থাকে তবে তাকে ফলো করবেন কেন? আপনার নিজের সুচিন্তিত, সুপরিকল্পিত, একটা অর্থবোধ বিশিস্ট লক্ষ্য বাস্তবায়ন করুন। অনুরুপ রনবির কাপুর এর জোস!!! বডি নাই আর সিরিয়াস অভিনয় শিল্পির ও কোন অভাব না কিন্তু ফানি রোমান্টিক অভিনেতা নাই বলে সে ফানি রোমান্টিক অভিনেতা দের যা যা রপ্ত করা দরকার তা করে জীবনটা পার করে দিবে। কারন আপনি তো সিনেমার হিরো না। আপনি কি পারবেন রনবির কাপুরের মত ফানি রোমান্টিক অভিনয় চর্চা করতে করতে জীবনটা পার করে দিতে? রনবির কাপুরের একটা সুচিন্তিত, সুপরিকল্পিত, একটা অর্থবোধ বিশিস্ট লক্ষ্য আছে আপনার আছে কি? যদি না থাকে তবে তাকে ফলো করবেন কেন? আপনার নিজের সুচিন্তিত, সুপরিকল্পিত, একটা অর্থবোধ বিশিস্ট লক্ষ্য বাস্তবায়ন করু ঐ কনসেপ্টগুলোতে বা ধারনাগুলোতে নেই কোন বিশুদ্ধ ও সুচিন্তিত "বিশ্বাস"।

নেই কোন বিশুদ্ধ ও সুচিন্তিত "মূল্যবোধ" তাই অন্যের থেকে ধারকরা "কালচার ব সংস্কৃতি" দিয়ে আমাদের "স্মার্টগীরি" চলছে। আসুন নিজেকে ও সবাইকে আমাদের "বিশ্বাস", "মূল্যবোধ" ও "কালচার বা সংস্কৃতির" সমন্বয়ে আমাদের "স্মার্টনেস" বিশ্লেষন করি। কিভাবে আমরা ১০০% "স্মার্ট" হতে পারি তার ত্বাত্তিক বনর্না করছি। মানুষ "স্মার্ট" হয় একটা "কালচার বা সংস্কৃতি" সমন্বয় করে আর ঐ "কালচার ব সংস্কৃতি" তৈরি হয় "মূল্যবোধ" হতে। সেই "মূল্যবোধ" এর উৎপত্তি হয় আমাদের "বিশ্বাস" হতে।

প্রথমে "বিশ্বাস" নিয়ে আলোচনা করি: নিশ্চই আমারা বিশ্বাস করি যে আমরা সৃস্টির সেরা অতি উন্নত একটা সৃস্টি। আমাদের সহ সকল দৃস্টির মধ্যে ও দৃস্টির বাহিরের সকল সৃস্টিকে সৃস্টি করেছেন একজন মহান সৃস্টিকর্তা। তাই ঐ সৃস্টিকর্তাই ভালো জানেন কোনটা তার সৃস্টির জন্য সবচেয়ে ভালো। তাই সৃস্টিকর্তা আমাদের জীবন যাপনের একটা দিক নির্দেশনা দিয়েছেন। তাই তার দিক নির্দেশনা ছাড়া সকল কাজ ত্রুটি যুক্ত।

এখন মূল্যবোধ নিয়ে আলোচনা করি: যেহেতু আমরা বিশ্বাস করি আমাদের একজন মহান সৃস্টিকর্তা আছেন এবং তিনি আমাদের জীবন যাপনের একটা দিক নির্দেশনা দিয়েছেন। তাই যখন আমরা কোন কাজ করবো তখন ঐ দিক নির্দেশনা কে সামনে রেখে স্ট্যার্ন্ডাড ধরে ঐ কাজকে মূল্যায়ন করবো। তা না হলে কাজটি সঠিক মূল্যবোধহীন হয়ে নস্ট হয়ে যাবে। এবার "কালচার ব সংস্কৃতি" নিয়ে আলোচনা করি: যখন আমরা সঠিক মূল্যবোধ মূল্যায়ন করে সে অনুযায়ী আমাদের কাজ গুলো সম্পাদন করতে থাকবো তখন একটা "কালচার ব সংস্কৃতি" তৈরি হবে। এটাই শুদ্ধতম "কালচার ব সংস্কৃতি" তাতে কোন সন্দেহ নাই।

কোন সন্দেহ নাই যারা এই "কালচার ব সংস্কৃতি" ফলো করেন তারা ই "স্মার্ট"। তাই যখন আমরা "বিশ্বাস" স্থাপন করবো যে আমাদের একজন মহান সৃস্টিকর্তা আছেন এবং তিনিই সবচাইতে ভালো জানেন আমার জন্য কোনটি সব চাইতে উত্তম তাই তিনি যা বলবেন তাই আমি করবো এবং এই "বিশ্বাস" অনুযাই "মূল্যবোধ" নিয়ে আমাদের জীবনের প্রতিটা কাজে প্রতিফলন করিয়ে সত্যিকারের "স্মার্ট" হতে পারি। এভাবে সকলে "সঠিক বিশ্বাসের স্মার্ট মূল্যবোধ" এর মাধ্যমে একটা "স্মার্ট কালচার ব সংস্কৃতি" তৈরি করতে পারি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।