আমাদের কথা খুঁজে নিন

   

"জনাবা স্যান্ডি ও আমরা কিছু ভন্ড"

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। "বড় হাস্যকর আমার জাতি ও ধর্মের 'কিছু কিছু মানুষ'! আমি বিশ্বাস করি মানব জাতির সাথে, "সবাই" শব্দের কোনো সম্পর্ক নেই, প্রত্যেকে স্বকীয়। নিউইয়র্ক এ স্যান্ডি হয়ে গেল। আর কতিপয় ফতোয়াবাজ মানুষ এটাকে আল্লাহর গজব নাম দিয়ে দিল! বলছে, ওরা মহানবী (স) কে নিয়ে ব্যঙ্গ করেছে তাই এমন হয়েছে!! একটা প্রশ্ন আছে, প্রতিবছর আমাদের বাংলাদেশে যে এত এত প্রাকৃতিক দুর্যোগ হয় তার জন্য তাহলে কোন "ব্যঙ্গ" দায়ী? অথবা কিসের জন্য এই গজব!? আশ্চর্যজনক একটা সত্যি হচ্ছে, এই ধরনের ভাবনাই হলো সন্ত্রাসবাদী ভাবনা! একজন অথবা কতিপয় মার্কিনী ব্যঙ্গ করেছে(প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে) বলে যদি মেনেও নেই, সমস্ত নিউইয়র্কবাসী নিশ্চয় দোষী নয়? যদি তাই নাই হবে তাহলে এটাকে গজব কেন বলব? কেন জাতিগতভাবে নেব এরকম প্রাকৃতিক দুর্যোগকে? হ্যা, মেনে নিলাম, দুর্যোগ আল্লাহ'র ইচ্ছেতে হয়েছে, তবে তার পিছনে "গজব" জুড়ে শব্দটি দেয়া কোন ধরনের ভন্ডামি? এসব ধর্মের নামে ভন্ডামি খুব কষ্ট দেয়। সত্যিকারের মুসলিমের মনে আক্রান্ত মানুষের জন্যে সমবেদনা থাকা উচিত, তারা যে ধর্ম বা জাতির থেকেই হোক না কেন........."

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।