আই হেট ছাগু
প্রারম্ভিকাঃ
এইবার পূজোতে দিদির সাথে ঠাকুর দেখতে গিয়েছিলাম। আমার পিসতুতো দিদি। এই দিদিকে নিয়ে যে সময়ই ঠাকুর দেখতে বেরোই, অগুনতি ঠাকুর দেবতার দিব্যি কেটে বলি, ঘাট হয়েছে বাপু, ক্ষ্যামা দে!
কিন্তু আমি না চাইলে কি হবে, এবার দিদি প্রায় কিডন্যাপ করেই আমাকে নিয়ে গেলেন। মন্ডপে মন্ডপে আমি ঠাকুর দেখে বেড়াই আর দিদি দেবী মার গয়নার কারুকাজ আর শাড়ী দেখে বেড়োয়। কিন্তু এবার দিদিকে আশাহত হতে দেখলাম।
বেশীর ভাগ মন্ডপে দেবী মাকে মাটি দিয়েই শাড়ির নকশা তুলে আবিরের ছটা দেয়া হয়েছে। পাশে কিছুটা লেসও দেখলাম। অতএব গায়ের গয়নাও যে মাটির, সহজেই অনুমেয়। এই দূর্মুল্যের বাজারে এর চেয়ে ভালো কি আশা করা যায়?
প্রতি বার মাকে দেখে একটি কথা মনে পড়ে, মায়ের দশ হাত যেন নারীত্বের মর্যাদা দশগুন বাড়িয়ে দিয়েছে। মায়ের এই দশ হাত দেখেই বুঝলাম নারীত্ব অনেক রহস্যময় ব্যাপার, আমার জ্ঞানের বাইরে।
এখানে আমি পুজোর গল্প ফাদতে আসিনি। কিছু নারীদের নাম নিয়ে এসেছি, যারা দেশে-বিদেশে প্রথম কিছু করেছেন। এরা প্রথমা। আমার পক্ষ থেকে এই সকল প্রথমাকে সম্মান ও শ্রদ্ধা জানাই।
বাংলাদেশঃ
বাংলাদেশের প্রথম নারী......
১) প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
২) বিরোধীদলীয় নেত্রীঃ শেখ হাসিনা
৩) কুটনীতিকঃ তাহমিনা খান ডলি
৪) রাষ্ট্রদূতঃ মাহমুদা হক চৌধুরি
৫) সচিবঃ জাকিয়া সুলতানা
৬) কাষ্টমস কমিশনারঃ হাসিনা খাতুন
৭) কর কমিশনারঃ ফেরদৌস আরা বেগম
৮) মেয়রঃ জোবাইদা নাফিস
৯) নোটারী পাবলিকঃ কামরুন্নাহার লাইলি
১০) ব্যারিষ্টারঃ মিসেস রাবেয়া ভূইয়া
১১) বিচারপতিঃ নাজমুন আরা সুলতানা
১২) এস.পিঃ বেগম রওশন আরা
১৩) বিগ্রেডিয়ারঃ সুরাইয়া রহমান
১৪) পাইলটঃ কানিজ ফাতেমা রোকসানা
১৫) ব্যাংকিং মহাব্যবস্থাপকঃ আনিসা হামিদ
১৬) বাংলাদেশ ব্যাংক এর মহা ব্যবস্থাপকঃ নাজনীন সুলতানা
১৭) পি.এস.সি এর চেয়্যারম্যানঃ জিনাতুন নেসা তাহমিদা বেগম
১৮) বাংলা একাডেমির পরিচালকঃ ড. নীলিমা ইব্রাহীম
১৯) বাংলা ব্লগের এডমিনঃ সৈয়দা গুলশান আরা ফেরদৌস (জানা)
২০) এভারেষ্ট বিজয়ীঃ নিশাত মজুমদার
২১) অভিনেত্রীঃ পূর্ণিমা সেনগুপ্তা
২২) মুসলিম অভিনেত্রীঃ বনানী চৌধুরী
আন্তর্জাতিকঃ
বিশ্বের প্রথম নারী........
১) প্রেসিডেন্টঃ রাণী ইসাবেলা পেরন (আর্জেন্টিনা)
২) মুসলিম প্রেসিডেন্টঃ মেঘবতী সূকর্ণপুত্রী (ইন্দোনেশিয়া)
৩) প্রধানমন্ত্রীঃ শ্রীমাভো বন্দর নায়েক (শ্রীলংকা)
৪) মুসলিম প্রধানমন্ত্রীঃ বেনজির ভূট্টো (পাকিস্তান)
৫) নির্বাচিত রাষ্ট্রপ্রধানঃ ডিগডিস ফিন বোপাডোটি
৬) রাষ্ট্রদূতঃ আলেক্সান্দ্রা কোলোনটাই (১৯৪৩)
৭) জাতিসংঘের সভাপতিঃ বিজয় লক্ষী পন্ডিত (১৯৫৩' ইন্ডিয়া)
৮) জাতিসংঘের উপ-মহাসচিবঃ লুইজি ফ্রেচেট (কানাডা)
৯) সাধারন পরিষদের মুসলিম সভাপতিঃ হায়া রাশেদ আল খলিফা (৬১ তম অধিঃ)
১০) আন্ত: আদালতের বিচারপতিঃ রোজালিন
১১) এভারেষ্ট বিজয়ীঃ জুনাকো তাবেই (জাপান)
১২) মহাকাশচারীঃ ভ্যালেন্তিনা তেরেস কোভা (রাশিয়া)
১৩) মহাশুন্যের পর্যটকঃ আনুশেহ আনসারি (চীন' ০৬)
১৪) নর্থ পোলে সমুদ্র অভিযাত্রীঃ ডেমোনিক আরডুইন
১৫)আটলান্টিক মহাসাগর অতিক্রমকারীঃ মাউন্ট ফন্টেইনার (ফ্রান্স' ০৩)
১৬) ইংলিশ চ্যানেল অতিক্রমকারী পাইলটঃ হ্যারিয়েট কুইম্বি (১৯১২)
১৭) লাইসেন্স প্রাপ্ত পাইলটঃ হ্যারিয়েট কুইম্বি (১৯১১)
১৮) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষঃ ডরোথি গ্যারোড (১৯৩৯)
১৯) কম্পিউটার প্রোগ্রামারঃ লেডি অ্যাডা অগাষ্টা (যুক্তরাজ্য)
২০) মানব ক্লোনকারী ডাক্তারঃ ডঃ বিজিত কোইসেলিয়ার
২১) নোবেল জয়ীঃ মাদাম কুরি (১৯০৩' পদার্থ)
২২) শান্তিতে নোবেল জয়ীঃ বাথাভন ষ্টুনার (১৯০৫)
২৩) সাহিত্যে নোবেল জয়ীঃ সেলমা লেগারলফ (১৯০৯)
২৪) মুসলিম নোবেল জয়ীঃ শিরিন এবাদি (ইরান)
২৫) অস্কার জয়ীঃ জ্যানেট গেনর
২৬) মিস ওয়ার্ল্ডঃ কারসিন ইয়াকসন (সুইডেন'৫১)
২৭) মিস ইউনিভার্সঃ আরসি কুসেলা (ফিনল্যান্ড' ৫২)
২৮) অলিম্পিক পদকঃ চাই চিয়াং (চীনা' ৬৮)
২৯) অলিম্পিক (মুসলিম) পদকঃ নাওয়াল আল মোতাওয়ালিক (মরক্কো)
৩০) অলিম্পিক (সেবা) পদকঃ শালট কুপার
উৎসর্গঃ
কৃতজ্ঞতাঃ
বড় মামা
মেজ মামা
ছোট মামা
© এনডিএন ®™ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।